Advertisement

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা

নয়াদিগন্ত

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সূচি প্রকাশ |ইন্টারনেট
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সূচি প্রকাশ |ইন্টারনেট

আগেই জানা গিয়েছিল ভারত নয়, নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলেই এশিয়া কাপের জন্য প্রস্তুতি নেবে বাংলাদেশ। তবে ডাচরা ঠিক কবে আসবে, এই নিয়ে ছিল প্রশ্ন। অবশেষে উত্তর মিলেছে।

নানা জল্পনা কল্পনার পর অবশেষে নেদারল্যান্ডসের সাথে সিরিজের সূচি চূড়ান্ত করা হয়েছে। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে মাসের শেষ দিনে। সোমবার এমনটাই জানিয়েছে বিসিবি।

বিসিবি জানিয়েছে, তিন ম্যাচের এই সিরিজ খেলতে ২৬ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস। আর ৩০ আগস্ট মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। বাকি দু’ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর।

পাকিস্তানের বিপক্ষে শেষ সিরিজে তুমুল সমালোচনার মুখে পড়ে মিরপুর স্টেডিয়াম। ফলে ডাচদের বিপক্ষে এই মাঠে থাকছে না কোনো খেলা। মিরপুরের উইকেট বদলাতে এই সময়ে কাজ করবে বিসিবি।

নেদারল্যান্ডস সিরিজের সবগুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু প্রতিদিন সন্ধ্যা ৬টার দিকে।

ইতোমধ্যে সিরিজকে সামনে রেখে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। যেখানে আছেন নতুন-পুরাতন অনেকেই। ফিরেছেন নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত।

৬ আগস্ট থেকে তাদের নিয়ে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। ৭ আগস্ট দলের সাথে যোগ দেয়ার কথা পাওয়ার হিটার কোচ জুলিয়ান রস উডের। জাতীয় দলের বাকি স্টাফরা যোগ দেবেন ১১ আগস্ট।

Lading . . .