প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫
দেশে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। পরিবারের সাথে ছুটি কাটাতে গেছেন অস্ট্রেলিয়ায়। তবুও ব্যস্ততার শেষ নেই আমিনুল ইসলাম বুলবুলের। সেখানে থেকেও ভাবছেন ক্রিকেট নিয়েই। এর মাঝে আজ ডেকেছেন বোর্ড সভা।
শনিবার (৯ আগস্ট) দুপুর ৩টার দিকে মিরপুর শেরে-ই-বাংলার বিসিবি ভবনে অনুষ্ঠিত হবে পরিচালনা পর্ষদের পরবর্তী সভা। তবে সেখানে স্বশরীরে উপস্থিত থাকছেন না বুলবুল।
তবে দেশের বাইরে থেকেই সভা পরিচালনা করবেন আমিনুল ইসলাম বুলবুল। ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বিসিবি সভাপতি। দেশের বাইরে থাকা আরেক পরিচালক ফাহিম সিনহাও যোগ দেবেন অনলাইনে।
এবারের আলোচনার বিষয়বস্তু বিপিএলের ম্যানেজমেন্ট সিস্টেম। এছাড়া জাতীয় দলসহ ঘরোয়া টুর্নামেন্ট নিয়েও আলোচনা হবে। সাজানো হতে পারে এনসিএল টি-টোয়েন্টির পরিকল্পনাও।
এবারের বিপিএল নিয়ে আলোচনার শেষ নেই। আমূল পরিবর্তন আসতে পারে এবারের আসরে। বদলে যাবে অনেক কিছুই। স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে বিপিএল আয়োজন করার কথা ভাবছে বিসিবি।
ফলে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির খোঁজ করছে বিসিবি। দিয়েছিল বিজ্ঞপ্তি। সেই আহবানে সাড়া দিয়ে পাঁচটি প্রতিষ্ঠান বিপিএলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে। তাদের মাঝে কাদেকে বেছে নিবে বিসিবি, তাই এবারের মিটিংয়ের উদ্দেশ্য।
তাছাড়া প্রায় হাজার কোটি টাকা জমা আছে বিসিবির অ্যাকাউন্টগুলোতে। তবে এত দিন তাদের এই অর্থ লেনদেনের জন্য ছিলেন না কোনো পেশাদার অর্থ কর্মকর্তা।
গত ৫ জুলাই চিফ ফিন্যানশিয়াল অফিসার (সিএফও) চেয়ে বিসিবি বিজ্ঞপ্তি দেয়ার পর এই পদের জন্য আবেদন পড়েছে ১০০টির বেশি। আজ নির্ধারণ হতে পারে কে থাকছেন এই দায়িত্বে।
এছাড়া টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে কিউরেটর টনি হেমিং ও আম্পায়ারিং বিভাগের পরামর্শক হিসেবে সায়মন টফেলের নিয়োগও সভায় অনুমোদন হওয়ার কথা।
এদিকে শোনা যাচ্ছে সভায় বিসিবির বিভিন্ন বিভাগের প্রধানরা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রেজেন্টেশন দিবেন।