Advertisement

বদলে গেল এশিয়া কাপে ম্যাচ শুরুর সময়

চ্যানেল আই

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

দুবাই স্টেডিয়াম
দুবাই স্টেডিয়াম

সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে গড়াতে চলেছে এশিয়া কাপ টি-টুয়েন্টি। মধ্যপ্রাচ্যে তীব্র গরম থাকায় আসরে ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন আনা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড।

আসন্ন আসরের ১৯টি ম্যাচের ১৮টিতেই পরিবর্তন আনা হয়েছে। ম্যাচগুলো স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরুর কথা থাকলে ৩০ মিনিট পেছানো হয়েছে। অর্থাৎ, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়) গড়াবে ম্যাচ।

কেবল ১৫ সেপ্টেম্বর আবুধাবিতে গড়াতে চলা টুর্নামেন্টের সপ্তম ম্যাচটি হবে স্থানীয় সময় বিকেল ৪টায়, অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। সে ম্যাচে স্বাগতিক আমিরাতের মুখোমুখি হবে ওমান।

আগামী ৯ সেপ্টেম্বরে আবুধাবিতে পর্দা উঠে ২৮ সেপ্টেম্বর দুবাইতে ফাইনাল নিয়ে পর্দা নামবে আসন্ন আসরের। টুর্নামেন্টের ১৯টি ম্যাচের মধ্যে ১১টি হবে দুবাইয়ে, বাকি আটটি আবুধাবিতে।

৮ দলের অংশগ্রহণে গড়াতে চলা আসরটিতে বাংলাদেশের অবস্থান ‘বি’ গ্রুপে, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

Lading . . .