প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতে গড়াতে চলা এশিয়া কাপ টি-টুয়েন্টির জন্য দল দিয়েছে আফগানিস্তান। রশিদ খানের নেতৃত্বাধীন দলে ফিরেছেন টপঅর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরান, অলরাউন্ডার শরফুউদ্দিন আশরাফ এবং রহস্যময় স্পিনার আল্লা মোহাম্মদ গজানফার।
রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে আসন্ন টুর্নামেন্টের জন্য ১৭ সদস্যের দল জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। সবশেষ জিম্বাবুয়ে সিরিজের দল থেকে বাদ পড়েছেন হযরতউল্লাহ জাজাই, জুবাইদ আকবরি ও নাঙ্গেলিয়া খারোতে। অবশ্য খারোতেকে রিজার্ভ দলে রাখা হয়েছে।
চলতি বছর এখনও কোনো টি-টুয়েন্টি খেলেনি দলটি। গত বছর ডিসেম্বরে হারারেত জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ ছিল তাদের সর্বশেষ টি-টুয়েন্টি। সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল দলটি।
এশিয়া কাপে ‘বি’ গ্রুপে আফগানিস্তান। গ্রুপে বাংলাদেশের পাশাপাশি অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও হংকং। ৯ সেপ্টেম্বর আবুধাবিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে তাদের। একই ভেন্যুতে ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ এবং ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।
এশিয়া কাপে আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারবিশ রাসুলি, সেদিকউল্লাহ অটল, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, শরফুউদ্দিন আশরাফ, মোহাম্মদ ইসহাক, মুজিব উর রহমান, আল্লা মোহাম্মদ গজানফার, নূর আহমেদ, ফরিদ হক উল্লাহ, নবীন হাসান ও ফারুক আহমেদ।
রিজার্ভ: ওয়াফিউল্লাহ তারাখিল, নাঙ্গেলিয়া খারোতে ও আবদুল্লাহ আহমদজাই।