Advertisement

শীর্ষ ১০ দলের মধ্যে সবার পেছনে বাংলাদেশ

কালবেলা

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

টি-টোয়েন্টি ফরম্যাটে দ্রুত রান তুলতে ব্যর্থ বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি ফরম্যাটে দ্রুত রান তুলতে ব্যর্থ বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ওভারপ্রতি ৮.১৫ হারে রান তুলেছে টাইগাররা। তবে শেষ এক দশকের হিসেবে অবশ্য ভালো অবস্থানে নেই বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে দ্রুত রান তোলার যে প্রতিযোগিতা সেখানে অনেকটাই পিছিয়ে টাইগার ব্যাটাররা।

২০১৫ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত টি–টোয়েন্টি রান রেটে শীর্ষ ১০ দলের মধ্যে সবার পেছনে অবস্থান বাংলাদেশের। এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কার অবস্থানও তলানির দিকেই। টি-টোয়েন্টিসুলভ পিচ না হওয়ার কারণেই কি এই দুই দেশ রান রেটের তলানিতে, প্রশ্ন সমর্থকদের।

পরিসংখ্যান বলছে, ২০১৫ সালের প্রথম দিন থেকে এখন পর্যন্ত ১৫৭টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। ওভারপ্রতি রান তুলেছে ৭.৫৭ হারে। একই সময়ে শ্রীলঙ্কার খেলা ১৪২ ম্যাচে রান হয়েছে ওভারপ্রতি ৭.৬৬। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ দলের মধ্যে রান রেটের তালিকায় বাংলাদেশের অবস্থান দশ নম্বরে, শ্রীলঙ্কা নয়ে।

আটে থাকা আফগানিস্তান রান তুলেছে ওভারপতি ৭.৯৩ হারে। বাকি সাত দলই গত এক দশকে প্রতি ছয় বলে গড়ে ৮ রানের বেশি করেছে। ভারতের ওভারপ্রতি রান তো প্রায় নয়ের কাছাকাছি (৮.৯১)।

Lading . . .