Advertisement

টেইলরের প্রত্যাবর্তন ম্যাচের প্রথম দিনই চাপে জিম্বাবুয়ে

নয়াদিগন্ত

প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

ব্রেন্ডন টেইলর |ইন্টারনেট
ব্রেন্ডন টেইলর |ইন্টারনেট

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেয়া নিষেধাজ্ঞা কাটিয়ে চার বছর পর ক্রিকেট মাঠে ফিরেছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে নামেন তিনি।

আইসিসি’র দুর্নীতি দমন আইন ও ডোপিং নিয়ম ভঙ্গ করার কারণে ২০২২ সালের জানুয়ারিতে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন টেইলর।

গতকাল শুরু হওয়া এই টেস্টের প্রথম দিনই চাপে পড়েছে জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে ১২৫ রানে অলআউট হয় তারা। জবাবে ১ উইকেটে ১৭৪ রান করেছে নিউজিল্যান্ড। ৯ উইকেট হাতে নিয়ে ৪৯ রানে এগিয়ে কিউইরা।

বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। ওপেনার হিসেবে ব্যাট হাতে নামেন টেইলর। সতীর্থদের ব্যর্থতার মাঝে এক প্রান্ত আগলে রেখেছিলেন তিনি। বড় ইনিংস খেলার আভাস দিয়ে ৪৪ রানে সাজঘরে ফিরেন টেইলর। ১০৭ বল খেলে ৬টি চার মারেন এই ডান-হাতি ব্যাটার।

দলীয় ৮৩ রানে পঞ্চম ব্যাটার হিসেবে টেইলর ফেরার পর উইকেটরক্ষক তাফাদজাওয়া সিগার কল্যাণে ১০০ রান স্পর্শ করতে পারে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত সিগা ৩৩ রানে অপরাজিত থাকলেও, ১২৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরি ৪০ রানে ৫ এবং জ্যাকারি ফোকস ৩৮ রানে ৪ উইকেট নেন। প্রথম টেস্টের প্রথম ইনিংসেও ৫ উইকেট নিয়েছিলেন হেনরি।

এরপর নিজেদের ইনিংস শুরু করে ১৬২ রানের সূচনা পায় নিউজিল্যান্ড। ওপেনার উইল ইয়ং ৭৪ রানে ফিরলেও দিন শেষে ৭৯ রানে অপরাজিত থাকেন আরেক ওপেনার ডেভন কনওয়ে। তার সাথে ৮ রানে অপরাজিত আছেন অভিষিক্ত বোলার জ্যাকব ডাফি।

আরও পড়ুন

Lading . . .