Advertisement

আমার অবসরে কারো ভালো হলে জানান: শামি

চ্যানেল আই

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

মোহাম্মদ শামি
মোহাম্মদ শামি

এখনও ভারতের অন্যতম সফল ও গুরুত্বপূর্ণ একজন মোহাম্মদ শামি । অনেক ম্যাচ জয়ের নায়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই আলোচনায় উঠে আসেন অবসর প্রসঙ্গে। তারকা পেসার ব্যাপারটি নিয়ে মুখ খুললেন, দিলেন কড়া জবাব।

সম্প্রতি অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দলে জায়গা পাননি ৩৪ বর্ষী পেসার। আইপিএল ২০২৫এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি। বিশ্বকাপ ২০২৩এর পর থেকে দীর্ঘমেয়াদে চোটের ধাক্কা সামলে ওঠার পর শামি পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি। আবার অচলও হয়ে পড়েননি। বৃহস্পতিবার থেকে লাল বল হাতে দুলীপ ট্রফিতে খেলতে নেমেছেন। ভালো বোলিং করলে আবারও ভারতের টেস্ট দলে ফেরার দরজা খুলতে পারে। তার জন্য প্রত্যাবর্তন সহজও হবে না, দলে প্রতিযোগিতা বাড়ায়।

এর মাঝেই শামির অবসর নিয়ে বেশ আলোচনা উঠছে। সেসব নিয়ে বলেছেন, ‘কারো যদি সমস্য থাকে আমাকে বলুন, আমার অবসরে যাওয়া যদি কারো ভালো হয় সেটা আমাকে জানান। আমি কারো জীবনের এমন কী ক্ষতি হয়ে গেছি যে, আমাকে অবসর নিতে হবে? যেদিন আমি বিরক্ত বোধ করব সেদিন নিজেই ক্রিকেটকে বিদায় জানাবো। আমাকে দলে না নিলেও কাজ চালিয়ে যাবো। আন্তর্জাতিক ক্রিকেটে নেবে না আমি ঘরোয়া ক্রিকেট খেলবো। যখন নিজেকে বিরক্ত লাগবে, তখনই সিদ্ধান্ত নেয়ার সময় হবে। এখনই সেই সময় নয়।’

শামির বড় স্বপ্ন ভারতের হয়ে বিশ্বকাপ জেতা। ২০২৩ সালের বিশ্বকাপে ভারতের ফাইনালে ওঠার পেছনে তার বড় ভূমিকা ছিল। বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তার বিধ্বংসী বোলিংয়ে ৭ উইকেটে জয় মেলে ভারতের। টুর্নামেন্টে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন।

সেসব টেনে বলেছেন, ‘আমার এখনো একটাই স্বপ্ন বাকি আছে, সেটা হল একদিন ভারতের হয়ে বিশ্বকাপ জেতা। আমি চাই সেই দলে থাকতে, চাই পারফর্ম করতে। ভারত বিশ্বকাপ জিতবে এবং ট্রফি দেশে নিয়ে আসবে আমি সে দলের সদস্য হবো। ২০২৩ সালে আমরা খুব কাছাকাছি গিয়েছিলাম। আমাদের ভেতরে একটা অনুভূতি ছিল, তবে সেই সাথে ভয়ও ছিল, কারণ আমরা একটানা জিতছিলাম আর তখন নকআউট ম্যাচ সামনে। কিছুটা শঙ্কা ছিল। কিন্তু সমর্থকদের বিশ্বাস আর উচ্ছ্বাস আমাদের অনুপ্রাণিত করেছিল। সেটা আমাদের পূরণ হতে পারত, কিন্তু হয়তো সেটা আমার ভাগ্যে ছিল না।’

Lading . . .