সিরিজ তো জেতা হলো, এবার কি পরীক্ষানিরীক্ষা করবে বাংলাদেশ?
প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫
-68b7bc3d2d307.jpg)
চলমান নেদারল্যান্ডস সিরিজের শুরু থেকেই এর ট্যাগলাইন ছিল– ‘প্রস্তুতি সিরিজ’। যদিও সে প্রস্তুতির পথে সামান্যই হেঁটেছে বাংলাদেশ। স্কোয়াড নিয়ে খুব বেশি পরীক্ষানিরীক্ষার পথে হাঁটেনি। নিরাপদে খেলে সিরিজ নিশ্চিত করতে চেয়েছে।
নিরাপদে যে খেলতে চেয়েছে ম্যানেজমেন্ট, সেটা দুই ম্যাচের সিদ্ধান্তগুলো দেখলেই পরিষ্কার। নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিনরা স্কোয়াডে জায়গা পেয়েছেন ঠিক, তবে একাদশে ডাক পাননি। এমনকি দ্বিতীয় ম্যাচে দল যখন টস জিতল, তখন নিল বোলিংয়ের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা ম্যাচের ভাবনা মাথায় রাখলে বেশ স্বাভাবিক, যখন রাতে শিশির পড়ছে, আর উইকেটটা বোলারদের খানিকটা সহায়তা দিচ্ছে, তখন এমন সিদ্ধান্তই তো নেওয়া উচিত!
কিন্তু প্রশ্নটা উঠেছে আরেক জায়গায়। আগের ম্যাচে শীর্ষ চার ব্যাটারের পর মিডল অর্ডার ব্যাট ধরার সুযোগই পায়নি, তখন দ্বিতীয় ম্যাচে টস জেতার পরও কেন আগে ব্যাট করে তাদের সুযোগ দেওয়া হলো না? সিরিজের আগে ২০০ রান করার লক্ষ্য নিয়ে আলাপ হয়েছে বেশ। সেটা বাজিয়ে দেখার সুযোগটাও কেন পায়ে ঠেলে দেওয়া হলো? এসব প্রশ্ন ভালোভাবেই উঠে এসেছে। যদিও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা তানজিদ হাসান তামিমও অবশ্য ম্যানেজমেন্টের কোর্টে বল ঠেলে দিয়ে নিরাপদ রাস্তা ধরেই হেঁটেছেন।
শেষ ম্যাচের আগে তাই আবারও প্রশ্নগুলো উঠে আসছে, তবে একটু ভিন্নভাবে। আগের দুই ম্যাচে যা কিছু হয়নি, এশিয়া কাপের আগে শেষ ম্যাচে আজ তা হবে তো? যদি একাদশের প্রশ্নটা তোলা হয়, তার জবাব হচ্ছে– ‘হ্যাঁ’। বাংলাদেশ আজ স্কোয়াডের বাকি সদস্যদের সুযোগ দিতে পারে। শরিফুল ইসলাম, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফউদ্দিনরা আজ সুযোগ পেতে পারেন। সেটা হয়ে গেলে স্কোয়াডের সব সদস্যেরই একটা করে ম্যাচ খেলা হবে এই সিরিজে।
শেষ ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হতে পারে। সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন। ফিরতে পারেন শরীফুল ইসলাম আর রিশাদ হোসেনও। সেক্ষেত্রে একাদশ থেকে বাইরে যেতে হবে সাইফ হাসান, আর শেখ মাহেদি হাসানকে।
তবে দ্বিতীয় প্রশ্ন, যদি টস জেতে, তাহলে কি এবার ব্যাটারদের ২০০ রানের চ্যালেঞ্জ নিতে দেওয়া হবে? সে প্রশ্নের জবাবটা ‘হ্যাঁ’ই হওয়া উচিত। কিন্তু ম্যানেজমেন্ট সে ‘উচিতের’ পথে হাঁটবে কি না, তা রয়ে যাচ্ছে ধোঁয়াশাতেই। তবে তার জন্য পূর্বশর্ত টস জেতা। বাংলাদেশ টসে জিতবে কি না, সে প্রশ্ন তোলা রইল সময়ের কাছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয়, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, সাইফউদ্দীন, শরিফুল ইসলাম ও তানজিম সাকিব।
আরও পড়ুন