Advertisement

বাবরের ব্যাটিং নিয়ে কথা বলায় হারিসকে লাঠিপেটা করতে চান তারকা

যুগান্তর

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

24obnd

পাকিস্তানের এই সময়ের সেরা ক্রিকেটার বাবর আজম। অফ ফর্মের কারণে টি-টোয়েন্টি দলে নেই পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। এই সুযোগে তার সমালোচনা করছেন তরুণ ক্রিকেটার মোহাম্মদ হারিস। তাই তো ক্ষেপেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার বাসিত আলি।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ হারিসকেও বাবরের মন্থর ব্যাটিং নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে হারিস কিছুটা রসিকতার সুরে জানান, টি-টোয়েন্টিতে বাবরের আরও দ্রুত রান তোলা উচিত।

হারিসের এই মন্তব্য ভালোভাবে নিতে পারেননি পাকিস্তানের সাবেক তারকা বাসিত আলী। বাবরের স্ট্রাইক রেট নিয়ে কথা বলায় হারিসকে লাঠিপেটা করতে চেয়েছেন পাকিস্তানের সাবেক এই ব্যাটসম্যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যায়, সঞ্চালক হারিসকে প্রশ্ন করছেন, ‘আপনার কি মনে হয় টি-টোয়েন্টিতে বাবরের ব্যাটিংয়ের ধরনে কিছুটা পরিবর্তন আনা উচিত?’ ২৪ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যান এক শব্দে উত্তর দেন, ‘হ্যাঁ’।

এরপর সঞ্চালক হাসতে হাসতে জিজ্ঞাসা করেন, ‘দ্রুত নাকি ধীরগতির ব্যাটিং?’ হারিসও হাসতে হাসতে বলেন, ‘দ্রুতগতির...’। শুধু এটুকুই নয়, তরুণ প্রতিভাদের সুযোগ করে দিতে বাবর এবং অন্য সিনিয়র খেলোয়াড়দের সরে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন হারিস।

বয়সে-অভিজ্ঞতায় বাবরের অনেক জুনিয়র হয়েও এ ধরনের পরামর্শ দেওয়াতেই হারিসের ওপর চটেছেন বাসিত। ইউটিউব চ্যানেল দ্য গেম প্ল্যানে তিনি বলেন, ‘বাবর আজমের ব্যাটিংয়ে কোথায় উন্নতি করতে হবে, তা নিয়ে কথা বলছে মোহাম্মদ হারিস। ওকে তো লাঠিপেটা করা উচিত। বাবর আজমকে নিয়ে কথা বলার তুমি কে? বাবর যদি এখনো (পাকিস্তান দলের) অধিনায়ক থাকত, তাহলে কি সে এই কথা বলতে পারত?’

এই অনুষ্ঠানে পাকিস্তানের আরেক সাবেক কামরান আকমলও হারিসের সমালোচনা করেছেন। আকমল মনে করেন, কোথায় কার সম্পর্কে কী বলতে হবে এবং কীভাবে বিতর্ক এড়িয়ে চলতে হবে, খেলোয়াড়দের সেই প্রশিক্ষণও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দিতে হবে।

বাবর আজম পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেও এই সংস্করণে মোহাম্মদ হারিস এখন নিয়মিত মুখ। এ বছর ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ১৫৪.৯৭ স্ট্রাইক রেটে ২৬৫ রান করেছেন হারিস। তবে সর্বশেষ ছয় ম্যাচের একটিতেও তিনি দুই অঙ্ক ছুঁতে পারেননি। এরপরও পাকিস্তানের এশিয়া কাপের দলে আছেন।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাবরের দল পেশোয়ার জালমিতেই খেলেন হারিস।

আরও পড়ুন

Lading . . .