কোয়াব নেতৃত্বে বর্তমান ক্রিকেটারদের চান তামিম
প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নির্বাচন হয়ে গেল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবির একডেমি ভবনে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। তার আগে ভোট দিতে এসে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল জানালেন, কমিটির নেতৃত্বে বর্তমান ক্রিকেটার চান।
ভোট দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তামিম। বলেন, ‘আমার কাছে মনে হয়, কোয়াবের ৯৫ শতাংশ কাজই কিন্তু বর্তমান ক্রিকেটারদের। ধরেন কেউ যদি, পেমেন্টের কোন ইস্যু হয়, কোন খেলোয়াড়ের সুযোগ-সুবিধার ইস্যু হয়, এগুলো কিন্তু হবে বর্তমান ক্রিকেটারদের নিয়ে। বর্তমান ক্রিকেটারদের মধ্যে যদি দাঁড়ায় (কোয়াব নির্বাচনে) তাহলে এটা সবচেয়ে ভালো হবে। কারণ ওদের সুযোগ-সুবিধা নিয়ে কী হচ্ছে, সেটা ওদের চেয়ে কেউ ভালো বলতে পারবে না।’
কোয়াবে সাবেক ক্রিকেটারদেরও গুরুত্ব আছে, মানছেন তামিম। তবে কমিটিতে বর্তমান ক্রিকেটার বাদ থেকে যাচ্ছেন। বলেছেন, ‘সাবেক ক্রিকেটাররাও একইভাবে গুরুত্বপূর্ণ, যারা আগে ক্রিকেট খেলেছেন তাদের কন্ট্রিবিউশনও সমানভাবে গুরুত্বপূর্ণ। তবে এই সংগঠনের ৯৫ শতাংশ কাজ বর্তমান ক্রিকেটারদের নিয়ে। সুতারং ওদের মধ্যে থেকে যদি প্রেসিডেন্ট হয়, কমিটি হয়, তাহলে আমি এটাকে খুবই ভালোভাবে দেখবো।’
তামিমের আশা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেন সবকিছু ঠিকভাবে করে। তাতে খুব বেশি কাজ করতে হবে না কোয়াবের। বললেন, ‘আমার তো মনে হয় ওদের কোন কাজই না থাকুক। যদি বোর্ড খেলোয়াড়দের দেখাশোনা করে, তাদের টাকাপয়সা সবদিক থেকে যদি দেখে রাখে, তাদের তো কাজ করা উচিৎ না। কী নিয়ে অভিযোগ করবে? ওদের চেয়ে বোর্ডের বেশি দায়িত্ব, ওদের সবধরনের সুবিধা দেয়া হোক। যেটা ওদের অধিকার, যেটা ওদের যোগ্য। ক্রিকেট বোর্ড সব ঠিকভাবে করলে তো কোয়াবের অভিযোগই করার থাকবে না। আমি আশা করব কোয়াবের তরফ থেকে কোন অভিযোগ থাকবে না।’
মোট ১১টি পদের নির্বাচন হলেও মূলত লড়াইটা কেবল সভাপতি পদে। বাকি ১০ পদে একজন করে প্রার্থী মনোনয়ন তুলেছেন। তাতে কোন লড়াই ছাড়াই তারা নির্বাচিত হচ্ছেন। সভাপতি পদের জন্য লড়েছেন সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ ও বর্তমান ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। ভোটার হিসেবে মোট ২১৫ জন নিবন্ধন করেছেন।
একক প্রার্থী হিসেবে নির্বাচিত হতে চলেছেন- শাহরিয়ার হোসেন বিদ্যুৎ (সিনিয়র সহ-সভাপতি), নুরুল হাসান সোহান (সহ-সভাপতি)। আট সদস্য- নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।