বিশ্ব রেকর্ড গড়ার পর আরেক কীর্তির দিকে ছুটছেন সাকিব
প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫

টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট এবং ৭ হাজার রানের ডাবল পূরণের মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। এবার ছুটছেন আরও এক কীর্তির পথে। সে কীর্তি ম্যাচসেরার।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) রোববার অ্যান্টিগা অ্যান্ড বারবুডার হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন ৩৮ বছর বয়সি সাকিব। টি-টোয়েন্টি ক্রিকেটে এ নিয়ে ৪৪ বার ম্যান অব দ্য ম্যাচ হলেন সাকিব। এর মাধ্যমে ১০৭ ম্যাচ কম খেলেই ছুঁয়ে ফেলেছেন ক্যারিবীয় অলরাউন্ডারকে।
সাকিবের ঠিক ওপরে এখন অ্যালেক্স হেলস। ৫০৬ ম্যাচ খেলে ৪৫ বার ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন ইংলিশ ব্যাটার। ৭১০ ম্যাচ খেলে ৪৭ বার সেরা হয়েছেন কাইরেন পোলার্ড। হেলস ও পোলার্ড খেলছেন এবারের সিপিএলে। ম্যাচসেরার রেকর্ডে নিজেদের আরও এগিয়ে নেয়ার সুযোগ তাদের আছে।
৪৮৬ ম্যাচ খেলে ৪৮ বার সেরা হয়ে রেকর্ডের দুইয়ে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনিও খেলছেন এবং এই কীর্তিতে এগিয়ে নেয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে ক্রিস গেইলের ক্যারিয়ার শেষ। আপাতত সবাইকে ছাড়িয়ে বেশকিছুটা এগিয়ে আছেন তিনি। ৬০ বার ম্যাচসেরা হয়েছেন তিনি ৪৬৩ ম্যাচ খেলেই। ম্যাক্সওয়েল-সাকিবদের সামনে রয়েছে গেইলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ।
এদিকে ৫০০ উইকেট ও ৭ হাজার রানের ‘ডাবল’ স্পর্শ করে সাকিব বলেছেন, ‘এই অর্জনের পেছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে। মাইলফলক স্পর্শ করতে পেরে আমি খুব খুশি। লম্বা ক্যারিয়ারে, যা অর্জন করতে পেরেছি, আমি খুশি।’
আরও পড়ুন