প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

বাংলাদেশ এশিয়া কাপের আগে প্রস্তুতি সিরিজ খেলতে নামছে নেদারল্যান্ডসের বিপক্ষে। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ হবে সিলেটে। প্রথম ম্যাচের একদিন আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক লিটন দাস। বললেন, আমরা ডাচদের কাছে হেরে যেতেই পারি।
‘এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ আমাদের জন্য ভালো প্রস্তুতির সুযোগ। এ সিরিজে ফলাফলের চেয়ে গুরুত্বপূর্ণ মাঠে নির্ভার থেকে খেলা এবং গঠনমূলক হিসেবে দলের জন্য কিছু করা।’
‘দুটো দলই ক্রিকেট খেলতে এসেছে, একদল জিতবে, আরেক দল হারবে। বাংলাদেশ এর আগেও অনেক দলের কাছে হেরেছে যা নতুন কিছু না। যদি হেরে যাই, হেরে যেতেই পারি। এখানে আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারছি সেটা গুরুত্বপূর্ণ।’
সিলেটে ৩০ আগস্ট প্রথম ম্যাচে ডাচদের মুখোমুখি হবেন জাকের-লিটনরা, ১ ও ৩ সেপ্টেম্বর হবে বাকি দুই ম্যাচ। এর পরপরই এশিয়া কাপে অংশ নিতে দেশ ছাড়বে বাংলাদেশ। আবুধাবি ও দুবাইতে মহাদেশীয় প্রতিযোগিতাটি ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।