Advertisement

৩ বছর পর ওটিটিতে নিশো

কালবেলা

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

আফরান নিশো। ছবি : সংগৃহীত
আফরান নিশো। ছবি : সংগৃহীত

দেশীয় বিনোদন জগতের ভার্সেটাইল অভিনেতা আফরান নিশো। গল্পের প্রয়োজনে যে কোনো চরিত্রে তিনি নিজেকে পর্দায় মেলে ধরেন একজন দক্ষ অভিনেতা হিসেবে। নাটক থেকে সিনেমা, এমনকি ওয়েব সিরিজেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন এ অভিনেতা। এরই ফলস্বরূপ তিন বছর পর আবারও ‘সোশ্যাল থ্রিলার’ ঘরানার ওয়েব সিরিজ নিয়ে ওটিটিতে ফিরছেন আফরান নিশো। ভিকি জাহেদের পরিচালনায় নির্মিত ‘আকা’ সিরিজের মাধ্যমে তার এ প্রত্যাবর্তন হতে চলেছে। যেখানে নিশোর বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা।

গত সোমবার মুক্তি পায় ‘আকা’ ওয়েব সিরিজের ট্রেলার। ট্রেলারটি প্রকাশ পাওয়ার পরপরই বেশ সাড়া ফেলে দর্শক মহলে।প্রকাশিত সেই ট্রেলারে দেখা যায়, “সময়টা ১৯৯৮-৯৯-এর দিকে। ‘আকা’ একে একে সব অপরাধীকে খুন করছিল। কিন্তু হঠাৎ কী হলো, ‘আকা’ হুট করে গায়েব হয়ে যায়।” নারী কণ্ঠের ভয়েস ওভার দিয়ে শুরু হয় ২ মিনিট ১৪ সেকেন্ডের ট্রেলার। এরপর দেখা যায়, আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তির স্বপ্ন রকস্টার হওয়ার। কিন্তু স্বপ্নপূরণের পথে কারও সহায়তা সে পায় না। আকার পরিবারের লোকজনও মনে করে, স্বপ্ন দেখার বয়স সে ফেলে এসেছে। রিয়ালিটি শোতে অডিশন দিয়েও অপমানের শিকার হতে হয়। অপমানে আর অবহেলায় একসময় হিংস্র হয়ে ওঠে আকা। এরপর একের পর খুন করতে থাকে সে। একদিন সে নিখোঁজ হয়ে যায়। কিন্তু কী কারণে আবার সে খুনি হয়ে উঠল, সেটা সবার অজানাই রয়ে যায়। অনেক বছর পর আবারও একই স্টাইলে শহরে খুন হতে থাকে। তাহলে কি আবুল কালাম আজাদ ওরফে আকা ফিরে এলো? তাকে হন্যে হয়ে খুঁজতে থাকে পুলিশ।

ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে আফরান নিশো আসন্ন ওয়েব সিরিজ নিয়ে বলেন, ‘অনেকগুলো কি-পয়েন্ট বা মেথড নিয়ে একজন পরিচালক চরিত্রগুলো নির্মাণ করেন। আর আমরা যারা পারফরমার, তারা সেসব চরিত্রে রুহ দান করে থাকি। তাই আমার কাছে মনে হয়, অনেক মেথডের ওপর অভিনেতাদের প্রিপারেশন থাকে। একেকজন একেকভাবে চরিত্রের সঙ্গে বোঝাপড়া করে থাকেন। যারা দীর্ঘদিন ধরে একটা চরিত্রের সঙ্গে বোঝাপড়া করেন, তাদের সঙ্গে সেই চরিত্রের সম্পর্ক বেশি গাঢ় হয়।’

এরপর ‘আকা’ চরিত্রটিতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে এ অভিনেতা আরও বলেন, “‘আকা’ ওয়েব সিরিজের একটা চরিত্র আকা ওরফে আবুল কালাম আজাদ কিন্তু আমি তো ব্যক্তি নিশো। এখানে দুটি সত্তা থাকে; একটি ব্যক্তি নিশো এবং আরেকটি আবুল কালাম আজাদ। প্রতিনিয়ত ব্যক্তি নিশো আজাদকে মনে করিয়ে দেয় যে, ব্যক্তি নিশো আমি জানি পরবর্তী সময়ে কী ঘটছে, কিন্তু তুমি আজাদ সেটা জানো না। পুলিশ আসবে তোমাকে ধরে নিয়ে যাবে, পুলিশ আসবে তোমাকে মেরে ফেলবে। ওই জায়গা থেকে আমি প্রতিনিয়ত পথ দেখিয়েছি আজাদকে এবং সামগ্রিকভাবে পথ দেখিয়েছেন পরিচালক।” সবশেষে আফরান নিশো আরও বলেন, ‘আমি সবসময় ভালো কাজ, ভালো প্রোডাকশনের সঙ্গে থাকতে চাই। সেটা যে কোনো মাধ্যমেই হতে পারে। আমার জন্য গল্পটা ফ্যাক্ট। আর সেইসঙ্গে পরিচালক হিসেবে ভিকি থাকলে তো কোনো কথা নেই। দুর্দান্ত একটা টিম। আকা সিরিজে এসব ভালোর সমন্বয় ঘটেছে।’

এদিকে ‘আকা’ ওয়েব সিরিজের নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘আমি এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি, কিন্তু এই প্রথম একটা সোশ্যাল থ্রিলার নির্মাণ করলাম। আকার মাধ্যমে আমি একটা এক্সপেরিমেন্ট করেছি। রিলিজের পর এক্সপেরিমেন্টের রেজাল্ট বুঝতে পারব। বুঝতে পারব কতটা সফল হয়েছি।’

আসন্ন এ সিরিজে নিশো-নাবিলার পাশাপাশি আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, এ কে আজাদ সেতু, তাজজি হাসান, সেমন্তী সৌমি প্রমুখ। আগামী ৪ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে সিরিজটি।

Lading . . .