ভিকির মতো শান্ত মানুষ সাইকো থ্রিলার ভাবেন কীভাবে, প্রশ্ন নাবিলার
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা আসছেন নতুন ওয়েব সিরিজ ‘আকা’ নিয়ে। সিরিজটির ট্রেলার উন্মোচন হলো গত ২৫ আগস্ট বিকেলে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে। অনুষ্ঠানে নিজের কাজের অভিজ্ঞতা ও সহ-অভিনেতা–পরিচালককে নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
শুরু থেকেই ভিকি জাহেদের কাজের ভক্ত ছিলেন নাবিলা। অভিনেত্রী বলেন ‘ভিকি জাহেদের নাম শুনে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। ওনার সঙ্গে প্রথমবার মিটিংয়ে বসে অবাক হয়েছিলাম। ভিকি ভাইকে সামনাসামনি খুব শান্ত, হাসিখুশি আর পজিটিভ মেজাজের মানুষ মনে হয়েছে। অথচ উনার মাথা থেকে কীভাবে এত ব্লাডশেড, সাইকো থ্রিলার ধরনের গল্প বের হয়, সেটা নিয়ে আমি বারবার প্রশ্ন করছিলাম।’
পরিচালক ভিকি জাহেদের কাজের ধরন নিয়েও প্রশংসা করেন তিনি। ‘উনি প্রচণ্ড পজিটিভ মাইন্ডের মানুষ। শুটিংয়ে যা-ই হোক না কেন, তিনি খুব ঠান্ডা মাথায় থাকেন। অন্য পরিচালকদের মতো কখনো ভয়েস তোলেন না। সবচেয়ে বড় কথা, নিশো ভাইয়ের মতো একজনকে উনি দারুণভাবে হ্যান্ডেল করেন। আমার মনে হয়, ভিকি ভাই ছাড়া হয়তো এটা সম্ভব না।’
সহ-অভিনেতা আফরান নিশোকে নিয়ে নাবিলার মন্তব্য ছিল আবেগঘন। ‘প্রায় চার বছর পর নিশো ভাইয়ের সঙ্গে কাজ করলাম। এর আগে একটা নাটকে একসঙ্গে ছিলাম। উনি এখনো আগের মতোই আন্তরিক। কাজের ফাঁকে ফাঁকে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন, আর আমি ভালো শ্রোতা হিসেবে শুনে যাই। সহ-অভিনেতা হিসেবে ভীষণ আন্তরিক, আর অভিনেতা হিসেবে তো নতুন করে বলার কিছু নেই। দীর্ঘদিন একসঙ্গে কাজ করে ওনার কাজের ধরন বোঝার সুযোগ পেয়েছি। তিনি দুর্দান্ত একজন অভিনেতা।’
শেষে সিরিজটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান নাবিলা। ‘আমাদের কাজটা আরও আগে বের হওয়ার কথা ছিল। তবে অবশেষে বের হচ্ছে বলে আমি খুশি। আশা করি, ৪ সেপ্টেম্বর ‘আকা’ মুক্তি পেলে সবার ভালো লাগবে।’