ঋতুপর্ণার সঙ্গে মঞ্চ মাতানোর বিষয়ে যা বললেন জায়েদ খান
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণার সঙ্গে মঞ্চ মাতাবেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। তবে এই নাচ শুধু দেখতে পারবেন নিউইয়র্কের বাঙালিরা। কারণ নিউইয়র্কের টাইমস স্কয়ারে বর্ষীয়ান অভিনেত্রী ঋতুপর্ণার সঙ্গে নাচবেন জায়েদ খান।
দূর্গাপূজা উপলক্ষে নিউইয়র্কের হিন্দু সম্প্রদায়ের বাঙালিরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আয়োজনটি করেন ম্যানহাটনের টাইমস স্কয়ারে।
এবারেও থাকছে ভারত-বাংলাদেশের বাঙালিদের যৌথ আয়োজন। যেখানে আগামী ৪ অক্টোবর একসঙ্গে হাজির হবেন দুই বাংলার দুই তারকা।
এর আগেই জানা গেছে, এবারের আয়োজনে টাইমস স্কয়ারের দুর্গাপূজায় উপস্থিত থাকবেন অভিনেত্রী ঋতুপর্ণা। এবার তার সঙ্গে যুক্ত হলেন জায়েদ খান। নিউইয়র্কের টাইমস স্কয়ার পূজা আয়োজক কমিটি এটিকে বলছে বিগ ব্রেকিং।
এ বিষয়ে জায়েদ খান বলেন, ‘খবরটি সত্য। প্রথমবারের মতো আমি ঋতুপর্ণার সঙ্গে মঞ্চ শেয়ার করতে যাচ্ছি। এরই মধ্যে তার সঙ্গে আমার নিউইয়র্কে দেখা হয়েছে। টাইমস স্কয়ারের আয়োজক কমিটি এবারের দুর্গাপূজায় নানা মাত্রার চমক রাখছে, এর মধ্যে আমার ও ঋতুপর্ণার আয়োজন একটি বলে জানান এ অভিনেতা।
জায়েদ খান বলেন, ‘এই খবরটি শোনার পর অনেকেই আমাকে ফোন করছেন। অনেকেই পছন্দের গানে ঋতুপর্ণার সঙ্গে নাচ করার অনুরোধ জানাচ্ছেন। তবে সুযোগ পেলে সাগরিকা গানের নাচ আমরা করব। এবার নিউইয়র্কের পূজা হবে জমজমাট। আশা করি নিউইয়র্কে বসবাসকারী দুই বাংলার মানুষেরা উপভোগ করতে পারবেন বলে জানান জায়েদ খান।
আরও পড়ুন