প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় ৮ আগস্ট যুক্তরাষ্ট্র এবং কানাডায় একযোগে মুক্তি পেতে যাচ্ছে অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন সিনেমা ‘ডিয়ার মা’। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান। মাতৃত্ব, ভালোবাসা, দত্তক সন্তান এবং পারিবারিক সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এ চলচ্চিত্রটি।
উল্লেখযোগ্য বিষয় হলো, এটি হতে যাচ্ছে টালিউডের কোনো বাংলা সিনেমার সর্ববৃহৎ উত্তর আমেরিকান পরিবেশনা। এত বড় পরিসরে বাংলা চলচ্চিত্র আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়ার ঘটনা খুব কমই দেখা গেছে। বায়োস্কোপ ফিল্মসের পক্ষ থেকে দর্শকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, পরিবার-পরিজন, প্রিয়জন সবাইকে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে এ সিনেমাটি উপভোগ করার জন্য।
এদিকে সিনেমাটির সফলতা কামনা করে জয়া জানান, বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় ৮ আগস্ট যুক্তরাষ্ট্র এবং কানাডায় মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর আরেকটি অনবদ্য সৃষ্টি ডিয়ার মা। টালিউডের কোনো বাংলা সিনেমার সর্ববৃহৎ উত্তর আমেরিকায় পরিবেশনা হবে এটি। এ সিনেমা দর্শকের হৃদয়ে অনেক দিন জায়গা করে নেবে বলেও নিশ্চিত করেন তিনি।
‘ডিয়ার মা’ সিনেমায় জয়া ছাড়াও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায় প্রমুখ।
এদিকে মাসের প্রথম দিন কলকাতায় মুক্তি পেয়েছে জয়ার আরও একটি নতুন সিনেমা। নাম ‘পুতুল নাচের ইতিকথা’। এতে জয়া অভিনয় করেছেন কুসুম চরিত্রে। শশী চরিত্রে আবীর চট্টোপাধ্যায়। বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে। সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখোপাধ্যায়।
আরও পড়ুন