প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

দীর্ঘদিন ধরে ফ্যাশন ব্র্যান্ড ভাসাভি’র শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন জনপ্রিয় চিত্রনায়ক নিরব। ব্র্যান্ডটির অংসখ্য ফটোশুটে বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় নায়িকাদের নিয়ে কাজ করেছেন। এবার একটু ব্যতিক্রম।
একেবারে নতুন এক মডেলের সঙ্গে ভাসাভির নতুন কালেকশনের ফটোশুটে অংশ নিয়েছেন নিরব। সেই নতুন মুখের নাম ইভা চৌধুরী। জানা গেছে, এই এক্সক্লুসিভ ফটোশুটটি বাইফা ম্যাগাজিনের জন্য করা হয়েছে।
এতে নিরব ও ইভা বেশকিছু ভিন্ন ভিন্ন কাটিং প্যাটার্নের পোশাকে পোজ দিয়েছেন। ফটোশুটটি নির্দেশনা দিয়েছেন জনপ্রিয় ফ্যাশন কোরিওগ্রাফার ইমু হাশমি। মেকাপ আর্টিস্ট ছিলেন ফ্যাশন অঙ্গনের প্রশংসিত নাম সাজ্জাদ হোসেন পিয়াস।
নিরব বলেন, ‘সিনেমার বাইরে নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের ফটোশুটই করি। কিন্তু বাইফা ম্যাগাজিনের জন্য এই ফটোশুটটির প্রস্তাব পেয়ে না করতে পারিনি। কারণ বাইফা অ্যাওয়ার্ড আমাদের দেশের শিল্পী ও সিনেমাপ্রেমীদের কাছে সম্মানের জায়গায় আছে। তাদেরই নতুন উদ্যোগের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে।’
ইভাকেও প্রশংসায় ভাসিয়েছেন নিরব, ‘ইভা নতুন মুখ হলেও সে বেশ সাবলীল। খুব দ্রুত ডিরেকশন ফলো করতে পারে। ফটোশুটটি বেশ ভালো লেগেছে। ইভা মন দিয়ে কাজ করলে শোবিজে ভালো অবস্থানে চলে আসবে।’
ফটোশুটে অংশ নিতে পেরে যারপরনাই খুশি ইভা চৌধুরী, ‘শোবিজের প্রতি তীব্র ভালোবাসা থেকেই মডেলিংয়ে আসা। ক্যারিয়ারের শুরুতেই ভাসাভির মতো জনপ্রিয় ব্র্যান্ডের মডেল হওয়া, জনপ্রিয় নায়ক নিরব ভাইয়ার সঙ্গে কাজ করা, ইমু হাশমি ভাইয়ার ডিরেকশন এবং বাইফা ম্যাগাজিনে জায়গা করে নেয়া—এই সবকিছু যেন স্বপ্নের মতো। ভীষণ সৌভাগ্যবতী। ভালো প্রস্তাব পেলে অভিনয়েও নিয়মিত হতে চাই। সবাই দোয়া করবেন যেন ভালো ভালো কাজ নিয়ে সবার মন জয় করতে পারি।’
আরও পড়ুন