প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

বাবাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত। শুধু অভিভাবক নয়, বাবাকে নিজের পুরো পৃথিবী মনে করতেন মিষ্টি। এই অপূরণীয় শোকের মুহূর্তে শনিবার (২ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে বাবাকে হারানোর যন্ত্রণা আর ভাঙাচোরা হৃদয়ের কথা শেয়ার করেন এই অভিনেত্রী। তার পোস্টে স্পষ্ট ফুটে উঠেছে এক কন্যার না বলা হাজারো আর্তনাদ।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের পোস্টে মিষ্টি লিখেছেন, ‘আজ এতিম আমি। কেউ আর আমাকে ‘আব্বু’ বলে ডাকবে না। কেউ বলবে না, বাবু তুমি কই? আমার সব শক্তি শেষ হয়ে গেছে। বাবাকে সারাদিন-রাত দেখার ব্যবস্থা নেই। নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার। আমার আর কেউ থাকল না।‘
তিনি আরও লিখেছেন, ‘জীবনের পরতে পরতে যে মানুষটা ছিলেন ছায়ার মতো, সেই বাবাকে হারিয়ে পৃথিবীটাই যেন শূন্য মনে হচ্ছে মিষ্টির কাছে।
আমি, আব্বু আর আম্মুকে নিয়ে আমার পৃথিবী ছিল। আর এই দিনে যারা পাশে ছিলেন, তাদের কথা আজীবন মনে থাকবে। বাবা নাই, এটা একটা দুঃস্বপ্ন হতে পারে না। সব কিছুর বিনিময়ে বাবাকে যদি একবার ফিরে পেতাম।‘
চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী ও অসংখ্য ভক্ত এই খবরে শোক প্রকাশ করেছেন। মিষ্টি জান্নাতকে সান্ত্বনা জানানোর পাশাপাশি তার বাবার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
গত ৩০ জুলাই একটি পোস্টে মিষ্টি জানিয়েছিলেন, তার বাবা মো. মকবুল হুসাইন দীর্ঘদিন অসুস্থ ছিলেন। হঠাৎ অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি।
আরও পড়ুন