প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এর প্রথম টাইটেল পোস্টার প্রকাশ করা হয়েছে।
পোস্টারে দেখা যায়, ছোট-বড় বন্দুক হাতে দাঁড়িয়ে আছে একদল মানুষ। তাদের মাঝখানে দুই হাতে দুটি পিস্তল উঁচিয়ে প্রসারিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন শাকিব খান, যাকে বিশেষভাবে আলাদা করে চেনা যাচ্ছে। চারপাশে আবছা আলোয় ফুটে উঠেছে রাজধানী ঢাকার মানচিত্র, যেখানে চিহ্নিত হয়েছে উত্তরা, আশকোনা, বাড্ডা, গাবতলী, মোহাম্মদপুর, কাফরুল, কারওয়ান বাজার, শাঁখারীবাজার ও গেন্ডারিয়ার নাম। সিনেমাটির ট্যাগলাইন রাখা হয়েছে—‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাক’। পোস্টারের সঙ্গে জানানো হয়, ‘ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের—শহর চিনবে তার আসল নায়ককে।’ প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যাড শাকিব খানকে নিয়ে প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নামছে। শিরিন সুলতানার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। এটি হবে তার প্রথম সিনেমা, যদিও এর আগে তিনি শতাধিক ফিকশন ও ডকু ফিল্ম নির্মাণ করেছেন। নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, “গুলিস্তান থেকে গুলশান—সব ধরনের দর্শকের উপভোগের কথা ভেবে ‘প্রিন্স’কে লার্জার দ্যান লাইফ স্কেলে নির্মাণ করছি। এটি নব্বইয়ের দশকের ঢাকাকে কেন্দ্র করে তৈরি হবে, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন আর ফ্যামিলি ড্রামা—সবই থাকবে।” ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে কারা থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। চলতি বছরের শেষের দিকে দেশের বাইরে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। মুক্তি দেওয়া হবে আগামী ঈদুল ফিতরে।
আরও পড়ুন