‘লাক্স সুপারস্টার’ নিয়ে সুখবর দিলেন জয়া আহসান
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

রুপালি পর্দার জনপ্রিয় অ বিনোদন জগতের রুপালি পর্দার জনপ্রিয় অ ভিনেত্রী জয়া আহসান বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সমানতালে কাজ করে যাচ্ছেন টালিউডেও। অভিনেত্রী অভিনয়ে যেমন দর্শকদের মন জয় করে নিয়েছেন, ঠিক তেমনি ফ্যাশন সেন্স ও গ্ল্যামারেও তিনি অনন্য। অভিনেত্রী মাঝেমধ্যে অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বহুরূপে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দেন। আর তাকে নিয়ে নেটিজেনদের মাঝেও চলতে থাকে আলোচনা। তবে এবার ভিন্ন লুকে ধরা দিলেন জয়া আহসান।
দীর্ঘ সাত বছর পর বহুল আলোচিত রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’ শুরু হচ্ছে আজ থেকে। ২০০৫ সালে লাক্স বাংলাদেশের হাত ধরে শুরু হওয়া এই প্ল্যাটফর্ম বাংলাদেশের বিনোদন জগতে জন্ম দিয়েছে অসংখ্য তারকার। দীর্ঘ বিরতির পর আবারও শুরু হতে যাচ্ছে বিনোদনধর্মী এ প্রতিযোগিতামূলক আয়োজন। আর সেই রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর আসরে এবার বিচারকের ভূমিকায় থাকছেন অভিনেত্রী। এই প্রথমবার জয়া আহসানকে দেখা যাবে বিচারকের ভূমিকায়। তাই নতুন এ দায়িত্ব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করলেন সামাজিক মাধ্যমে।
লাক্স সুপারস্টার সবসময়ই একটি গ্রুমিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি লাভ করেছে। এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে প্রতিযোগীরা তারকা হিসেবে নিজেদের গড়ে তোলার সুযোগ পান। সেই ধারাবাহিকতায় দীর্ঘ বিরতির পর এবারের আসরেও অভিনয়, স্টাইলিং, কনটেন্ট মেকিংসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের শেখাতে এবং সাহায্য করতে পুরো জার্নিতে থাকছেন অভিজ্ঞ শিল্পী, ইনফ্লুয়েন্সার এবং স্টাইলিস্টরা। জয়া আহসান ছাড়াও এবারের আসরে বিচারক হিসেবে থাকছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী।
গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় চোখজুড়ানো একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন জয়া আহসান। সেখানে তাকে লাক্স সুপারস্টার প্ল্যাটফর্মের একজন মেন্টর হিসেবে নতুন রূপে দেখা যায়। বেগুনি রঙের শাড়িতে অসাধারণ সাজ, যা অভিনেত্রীকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। শাড়ির সঙ্গে মানানসই গহনা আর হালকা মেকআপে ফুটে উঠেছে তার স্নিগ্ধতা।
সেই ছবির পোস্টে ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, লাক্স সুপারস্টারের একজন মেন্টর হিসেবে আমি গর্বিত যে, আমি অসাধারণ নারীর তাদের আত্মবিশ্বাসী পদার্পণ এবং তাদের প্রতিভা দেখতে যাচ্ছি। আমার লক্ষ্য — নতুন কণ্ঠস্বরকে প্রেরণা দেওয়া, নতুন প্রতিভাকে লালন করা এবং লাক্সের সুনাম আরও উজ্জ্বল হয়ে ওঠার নিশ্চিত করা। আসুন একসঙ্গে নারীর আত্মবিশ্বাস, সৌন্দর্য এবং অপ্রতিরোধ্য স্পৃহা উদযাপন করি।
তিনি আরও বলেন, লাক্স সুপারস্টার ২০২৫-এর এপিসোডগুলো ২৯ আগস্ট রাত সাড়ে ৯টায় সরাসরি সম্প্রচার করা হবে।