Advertisement

মিথিলার পর তাহসানের সঙ্গে অভিনয়ে আইরা

যুগান্তর

প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৫

তাহসান খান, রাফিয়াত রশীদ মিথিলা ও তাদের একমাত্র কন্যা আইরা। ছবি: সংগৃহীত
তাহসান খান, রাফিয়াত রশীদ মিথিলা ও তাদের একমাত্র কন্যা আইরা। ছবি: সংগৃহীত

এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান বিজ্ঞাপনে মডেল হয়েছে। যদিও সাবেক এ দম্পতির মেয়ে এর আগে মায়ের সঙ্গে একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিল। তবে এবার শুধু মা নয়, বাবার সঙ্গেও বিজ্ঞাপনে মডেল হয়েছে আইরা খান।

আইরা খান এর আগে মা মিথিলার সঙ্গে একটি ফেসওয়াশের বিজ্ঞাপনে অভিনয় করেছিল। সেই সময় অভিনেত্রী মিথিলা বলেছিলেন মেয়ের সঙ্গে প্রথম কাজ হলেও আমার জন্য বিষয়টি সহজ ছিল।

তিনি বলেন, তবে আইরার অনেক কষ্ট হয়েছে। ওর আগে সারাদিন শুটিং করার অভিজ্ঞতা ছিল না। তাই আমি পাশে ছিলাম, টিমও ভীষণ সাপোর্টিভ ছিল। সব মিলিয়ে আইরা কাজটি খুব ভালোভাবে সম্পন্ন করেছে।

একটি সূত্র জানায়, একটি আন্তর্জাতিক মানের টুথপেস্টের বিজ্ঞাপনচিত্রে আইরা তেহরীম খানকে দেখা গেছে তাহসানের সঙ্গে। যেখানে বাবার সঙ্গে অভিনয় দক্ষতা বেশ সাবলীলভাবে ফুটিয়ে তুলেছে মিথিলাকন্যা। একদিন আইরা খান অভিনয় দিয়ে বাবা-মায়ের নাম উজ্জ্বল করবে বলে দর্শকরা মন্তব্য করেছেন।

আইরা খানের এ বিজ্ঞাপনচিত্র দেখে টালিউড নির্মাতা সৃজিত মুখার্জি প্রশংসা করেছেন। কোনো ছবির গল্পে উপযুক্ত চরিত্র পেলে আইরাকে কাস্ট করা হবে বলেও জানান তিনি।

Lading . . .