‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী লামিমার ওমরাহ পালন
প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

পবিত্র ওমরাহ পালন করেছেন আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র অভিনেত্রী লামিমা ইসলাম লাম। সম্প্রতি সৌদি আরবের মক্কায় গিয়ে এই ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এ অভিনেত্রী।
বুধবার (৬ আগস্ট) সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন লামিমা। ফেসবুকে ওমরাহ পালনের সময়কার কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি।
এ অভিনেত্রী ফেসবুকে কালো বোরকা পরিহিত একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্, আমার প্রথম ওমরাহ সম্পন্ন।’
লামিমা ওমরাহর ছবি ফেসবুকে পোস্ট করতেই তা নজর কাড়ে নেটিজেনদের। মন্তব্যের ঘরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তার এই সফরের জন্য শুভকামনা জানিয়েছেন। প্রশংসার পাশাপাশি কেউ কেউ আবার লিখেছেন, আপনার এই পরিবর্তন ও পথচলা অন্যদের অনুপ্রাণিত করে।
প্রসঙ্গত, তরুণ প্রজন্মের আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে পরিচিতি লাভ করেন লামিমা। ছোটপর্দায় কাজ করলেও পাশাপাশি মডেলিং ও বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি।