Advertisement

শপথ নিলেন পিএসসির নতুন তিন সদস্য

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫

শপথ নিলেন পিএসসির নতুন তিন সদস্য
শপথ নিলেন পিএসসির নতুন তিন সদস্য

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া তিন সদস্য শপথ নিয়েছেন। রোববার (২৪ আগস্ট) দুপুর ২টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ হয়।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ পিএসসির নতুন এ তিন সদস্যকে শপথবাক্য পাঠ করান।

শপথ নেওয়া তিন সদস্য হলেন-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আমজাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ শাহীন চৌধুরী ও সাবেক সচিব মো. মহিউদ্দিন।

শপথ নিলেন পিএসসির নতুন তিন সদস্য

শপথ নিলেন পিএসসির নতুন তিন সদস্য

শপথ অনুষ্ঠানে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম, ১৫ জন সদস্য ও সাংবিধানিক এ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিএসসি জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, পিএসসিতে ১৫ জন পূর্ণকালীন সদস্য ছিলেন। নতুন তিনজন শপথ নিয়ে যোগদান করায় এ সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮ জনে।

Lading . . .