Advertisement
  • হোম
  • শিক্ষা
  • হলি ক্রস-সেন্ট যোসেফে ভর্তি চলছে, আবেদন কবে কোথায় ...

হলি ক্রস-সেন্ট যোসেফে ভর্তি চলছে, আবেদন কবে কোথায় কীভাবে

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫

হলি ক্রস-সেন্ট যোসেফে ভর্তি চলছে, আবেদন কবে কোথায় কীভাবে
হলি ক্রস-সেন্ট যোসেফে ভর্তি চলছে, আবেদন কবে কোথায় কীভাবে

রাজধানীর ঐতিহ্যবাহী হলি ক্রস বালিকা উচ্চ বিদ্যালয় ও সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে কয়েকটি শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে হলি ক্রসে তিন শ্রেণিতে এবং সেন্ট যোসেফে এক শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

চলতি মাসেই সেন্ট যোসেফে আবেদন শুরু হচ্ছে। তবে হলি ক্রসে আবেদন শুরু হবে আগামী মাসে। রাজধানীর নামি এ স্কুল দুটিতে ভর্তি হতে আগ্রহীদের সুবিধার্থে কীভাবে আবেদন করা যাবে, কবে থেকে শুরু হবে, ফিসহ বিস্তারিত তুলে ধরা হলো।

হলি ক্রসে প্রথম-ষষ্ঠ-নবম শ্রেণিতে ভর্তি
হলিক্রস বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম, ষষ্ঠ ও নবম শ্রেণিতে শুধু ছাত্রীদের ভর্তি নেওয়া হবে। এ তিন শ্রেণির আবেদন ফরম আগামী ১৪, ১৫, ১৬, ১৮, ১৯, ২০, ২১ ও ২২ অক্টোবর সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে বিদ্যালয় থেকে সংগ্রহ করা যাবে।

ছাত্রীর বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজনকে সশরীরে স্কুলে গিয়ে ভর্তির আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ফরমের মূল্য ৩০০ টাকা, যা ফেরত দেওয়া হবে না। সঠিক পরিমাণ টাকা সঙ্গে আনতে হবে, কোনো ভাংতি দেওয়া যাবে না। বিদ্যালয় থেকে দেওয়া আবেদন ফরম ছাত্রীর নিজ হাতে পূরণ করতে হবে।

গত ১০ সেপ্টেম্বর হলি ক্রস বালিকা বিদ্যালয়ের প্রথম শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির তথ্যমতে, প্রথম শ্রেণিতে শুধু লটারির মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থী বাছাই করা হবে। প্রথম শ্রেণিতে মোট আসন ১০০টি। এর মধ্যে ৫০ জন মুসলিম, ৩০ জন খ্রিষ্টান, ১৫ জন হিন্দু ও ৫ জন বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থী ভর্তি করানো হবে।

ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এরপর লটারির মাধ্যমে তাদের মধ্য থেকে ভর্তিযোগ্য শিক্ষার্থী বাছাই করা হবে।

কোন শ্রেণিতে বয়সসীমা কত
প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদনপত্রের সঙ্গে জন্মনিবন্ধন সনদের ‘ডিজিটাল রঙিন কপি’ জমা দিতে হবে। জন্ম তারিখ ১ জুলাই ২০১১ সাল থেকে ৩০ জুন ২০২০ এর মধ্যে হতে হবে।

ষষ্ঠ শ্রেণিতে ভর্তিপ্রক্রিয়ায় অংশগ্রহণকারী ছাত্রীর বয়স ১ জানুয়ারি ২০২৬ সালে ১০ থেকে ১১ বছরের মধ্যে হতে হবে। নবম শ্রেণিতে ভর্তিপ্রক্রিয়ায় অংশগ্রহণকারী ছাত্রীর বয়স ১ জানুয়ারি ২০২৬ সালে ১৩-১৪ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন
অফিসিয়াল ওয়েবসাইটে ।

Lading . . .