পাহাড়ে দুর্যোগ— জরুরি নম্বর শেয়ার করলেন সারা, অনিয়ন্ত্রিত উন্নয়ন নিয়ে সরব সেলেবরা
প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫
মেঘভাঙা বৃষ্টির পর হড়পা বান। জলের স্রোতে একেবারে তছনছ হয়ে গিয়েছে উত্তরকাশীর ধরালী। খড়কুটোর মতোই যেন ভেসে গিয়েছে বাড়িঘর, গাড়ি, হোটেল, এমনকী মানুষও। বুধবার দুপুর পর্যন্ত পাঁচটি দেহ পাওয়া গিয়েছে, তবে নিখোঁজ শতাধিক। স্বাভাবিক ভাবেই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এদিকে উত্তরাখণ্ডের বিপর্যয়ের পরের দিনই হিমাচল প্রদেশেও একই বিপর্যয়। কিন্নরে মেঘভাঙা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি। ইতিমধ্যে সেই রাজ্যের বিভিন্ন জায়গায় ধসও নেমেছে। বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা। এর জেরে আটকে পড়েছেন ৪১৩ জন পর্যটক ও তীর্থযাত্রী। এই ঘটনায় গোটা দেশই উদ্বেগে রয়েছে। বলিউডের অনেক সেলিব্রিটিও শোক প্রকাশ করেছেন।
কঙ্গনা রনৌত
অভিনেত্রী তথা রাজনীতিবিদ কঙ্গনা রনৌত বুধবার (৬ অগস্ট) এই ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় সারা দেশের মানুষ হতাশ এবং পাহাড়ে বসবাসকারীরা আতঙ্কে ভুগছেন। সংবাদমাধ্যমকে কঙ্গনা বলেছেন, ‘এই ঘটনায় সকলেই দুঃখিত। এই ধরণের প্রাকৃতিক দুর্যোগের পর পাহাড়ে যাঁরা থাকেন, তাঁরা আতঙ্কে রয়েছেন। আমরা প্রার্থনা করছি যে, পরিস্থিতির দ্রুত উন্নতি হোক।’
সোনু সুদ
মঙ্গলবার রাতে, বলিউড অভিনেতা সোনু সুদ, যিনি ‘দরিদ্রদের মসিহা’ নামেও পরিচিত, তিনি উত্তরকাশীর ব্যাপক ধ্বংসযজ্ঞের জন্য শোক প্রকাশ করেছেন। সোনু সুদ তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডলে এই ঘটনা নিয়ে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ভয়াবহ বন্যা এবং মেঘ ভাঙার ঘটনা হৃদয়বিদারক। ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা। এখন পুরো দেশের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। সরকার যখন নিজের দায়িত্ব পালন করবে, তখন আমাদেরও ব্যক্তিগত ভাবে সেই সব মানুষের পাশে দাঁড়াতে হবে যাঁরা তাঁদের ঘরবাড়ি, জীবিকা, জীবন হারিয়েছেন।’
Heartbroken by the devastating floods & cloudburst in Uttarkashi, Uttarakhand.⁰Prayers for every life affected. 🙏⁰It’s time the nation comes together — while the govt does its part, we as individuals must stand up for every soul who lost a home, a living, a life. 💔🇮🇳
ভূমি পেডনেকর
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরও ইনস্টাগ্রামে এই ট্র্যাজেডি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি শুধু এই ট্র্যাজেডি নিয়েই নয়, জলবায়ু পরিবর্তন এবং অনিয়ন্ত্রিত উন্নয়নের মতো অন্তর্নিহিত বিষয়গুলি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। ভূমি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে মেঘ ভাঙার ভয়াবহ দৃশ্য এবং ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ‘হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে যা ঘটছে তা হৃদয়বিদারক। অনিয়ন্ত্রিত উন্নয়নের জন্য বন কেটে ফেলা হচ্ছে। ভারসাম্য রক্ষার কোনও চিন্তাই নেই। প্রতিটি বর্ষায় এই রাজ্যগুলিতে বন্যার কারণে অবিশ্বাস্য ক্ষতি হচ্ছে, ধ্বংসযজ্ঞ চলছে। কিছু দৃশ্য খুবই ভয়ানক। যাঁরা এই পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, তাঁদের জন্য আমার হৃদয় ফেটে যাচ্ছে। প্রকৃতির ক্রোধের সামনে আমরা কিছুই নই। শিখুন।’
সারা আলি খান
সারা আলি খানও উত্তরাখণ্ডের ঘটনায় খুবই মর্মাহত। উত্তরাখণ্ডের সঙ্গে তাঁর নিগূঢ় যোগ রয়েছে। কারণ সেখান থেকেই তাঁর চলচ্চিত্র কেরিয়ার শুরু হয়েছিল। তাঁর প্রথম ছবি ‘কেদারনাথ’। এই ছবিতে তাঁকে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে দেখা গিয়েছিল। কেদারে এই ছবির প্রায় বেশির ভাগ শুটিং-ই হয়েছিল।
যাইহোক সারা প্রায় সময়েই তাঁর ব্যস্ত সূচি থেকে সময় বের করে উত্তরাখণ্ডে ঘুরতে যান। কেদারেই যান মূলত। তাঁর বড় প্রিয় জায়গা উত্তরাখণ্ড। এমন পরিস্থিতিতে, এই ঘটনায় তিনি শোকাহত। মঙ্গলবার গভীর রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে উত্তরাখণ্ডের ধ্বংসযজ্ঞের প্রতিক্রিয়া জানিয়েছেন সারা। তিনি তাঁর পোস্টে লিখেছেন, ‘উত্তরখণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা। আমি সকলের নিরাপত্তা, শক্তি সঞ্চার এবং স্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।’
সারা তাঁর দ্বিতীয় পোস্টে, উত্তরাখণ্ড জেলার জরুরি কিছু নম্বর শেয়ার করেছেন। তিনি পরবর্তী স্টোরিতে লিখেছেন, ‘উত্তরকাশি জেলা জরুরি অপারেশন সেন্টার নিম্নলিখিত জরুরি নম্বরগুলি জারি করেছে: 01374222126, 01374222722, 9456556431।’
উর্বশী রৌতেলা
এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী উর্বশী রৌতেলাও। তিনি নিজে পাহাড়ি এলাকায় বড় হয়েছেন। উর্বশীর বলেছেন, ‘হরিদ্বারের মেয়ে হিসেবে, উত্তরাখণ্ডের প্রতিটি পাথর, প্রতিটি নদী, প্রতিটি নিঃশ্বাস আমার আত্মার সঙ্গে জড়িয়ে। উত্তরকাশীর ক্ষীর গঙ্গা নদীর ভয়াবহ বন্যা দেখে, আমি আমার জায়গা, আমার কাছের মানুষজন, আমার পরিবার— সবার জন্য এমন এক যন্ত্রণা অনুভব করছি, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি আপনাদের সঙ্গেই দাঁড়িয়ে আছি, আমি আপনার সঙ্গে প্রার্থনা করছি, এবং আমি আমার কণ্ঠস্বর, আমার সামান্য ক্ষমতা এবং আমার যেটুকু সম্পদ রয়েছে, সেটা দিয়েই আপনাদের সাহায্য করার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি আমার ভক্তদের, ভারত এবং বিশ্ব জুড়ে আমার শুভাকাঙ্ক্ষী যাঁরা রয়েছেন, তাঁদের বিনীত ভাবে অনুরোধ করছি— আসুন আমরা ঐক্যবদ্ধ হই। একটি ছোট দান, যাচাই করা সঠিক লিঙ্কে ত্রাণ হিসেবে সামান্য সাহায্য, প্রার্থনা— জীবন বাঁচানোর জন্য এখন এগুলি খুব গুরুত্বপূর্ণ।’