Advertisement
  • হোম
  • বিনোদন
  • একসঙ্গে শপিং, জমিয়ে ডিনার, হাত ধরার আব্দার, রিয়েলে...

একসঙ্গে শপিং, জমিয়ে ডিনার, হাত ধরার আব্দার, রিয়েলেও প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি?

এই সময়

প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

প্রেম করছেন আহান-অনিত?
প্রেম করছেন আহান-অনিত?

‘সাইয়ারা’ বক্স-অফিসে একেবারে ঝড় তুলে ব্লকব্লাস্টার হয়েছে। দুই নবাগত আহান পান্ডে এবং অনিত পড্ডাও রাতারাতি স্টার হয়ে গিয়েছেন। এই ছবির গল্প মানুষের হৃদয় স্পর্শ করেছে। কৃষ কাপুর এবং বাণীর প্রেমে মজেছে দর্শকেরা। এই ছবিতে আহান, অনিতের রসায়ন, রিলে তাঁদের প্রেমের গভীরতা সকলকে আকর্ষিত করেছে। তবে শোনা যাচ্ছে, তাঁদের এই প্রেম শুধু রিলেই নয়, রিয়েলেও নাকি এই সম্পর্ক দানা বেঁধেছে।

আসলে সম্প্রতি কিছু ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে আহান, অনিত একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন। এর পাশাপাশি অভিনেত্রীর চ্যাটও ভাইরাল হয়েছে। আর এসব দেখার পর, বাস্তবে তাঁদের প্রেম নিয়ে চর্চা এখন তুঙ্গে।

Ahaan Panday and Aneet Padda’s dating rumours

ভিডিয়োগুলি প্রথমে ভাইরাল হয়

আসলে, গত কয়েক দিনে বেশ কয়েকটি ভিডিয়ো সামনে এসেছে, যেগুলি থেকে পরিষ্কার যে, আহান এবং অনিতের মধ্যে একটি সুন্দর বন্ধন রয়েছে। তাঁরা দু’জনেই একে অপরের পরিবারের সঙ্গে মন্দিরে গিয়েছিলেন, তার পরে স্ক্রিনিংয়ে তাদের একে অপরের পরিবারকে খুব কাছাকাছি দেখা যায়। তাঁদের দু’জনেরই একে অপরের মাকে জড়িয়ে ধরার একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে। এর পরে, আরও একটি ভিডিয়ো সামনে এসেছে, যেটি একটি রেস্তোরাঁর বাইরের। তাঁরা দু’জনে ডিনার করতে একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন। বৃহস্পতিবার আবার দু’জনকে একসঙ্গে মুম্বইয়ের এক শপিংমলে দেখা গিয়েছে। এই সব মিলিয়েই আহান, অনিতের প্রেমের গল্পে এখন নতুন রং লেগেছে।

তবে এখানেই শেষ নয়। অনিতের দিকে মুখ করে আহানের উল্টো হাঁটা বা হাত ধরতে চাওয়া, লজ্জা পেয়ে অভিনেত্রীর হাত সরিয়ে নেওয়া— সবই তো প্রেমেরই সিগন্যাল। শপিংমলে অবশ্য আহান পান্ডের মা ডায়ান পান্ডেও সঙ্গেই ছিলেন, যিনি তাঁর ছেলের এমন মাখোমাখো প্রেম দেখে খুশি বলেই মনে হয়েছে।

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)

Ahaan Panday and Aneet Padda’s dating rumours

অনিতের চ্যাট ভাইরাল

এই ভিডিয়গুলিই দু’জনের মধ্যে গজিয়ে ওঠা প্রেমের গল্পকে আরও বাড়িয়ে দিয়েছে। সেই আগুনে ঘি যোগ করেছে, অনিত পড্ডার একটি চ্যাট, যেটি ইতিমধ্যে ভাইরাল। আহান পান্ডের মা ডায়ান পান্ডের সঙ্গে অনিতের কথোপকথনের একটি চ্যাট ভাইরাল হয়েছে। আহানের মা অবশ্য নিজেই তার ইনস্টাগ্রাম স্টোরিতে এটি শেয়ার করেছেন এই চ্যাটে অনিতের শেষ মেসেজ়টি দেখা যাচ্ছে, যেখানে লেখা, ‘আমি তোমার কাছ থেকে শিখছি।’ এর সঙ্গে একটি আবেগঘন মুখ এবং হার্টের ইমোজিও রয়েছে।

What is she learning from mama Panday? 🙂‍↕️
How to handle her son? 😭 #AneetPadda #AhaanPanday #Ahneet pic.twitter.com/nA0bcmLTKS

Ahaan Panday and Aneet Padda’s dating rumours

মোহিত সুরির পরিচালনায় ‘সাইয়ারা’ ইতিমধ্যেই বক্স অফিসে ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে। ভারতের মাটিতেই ছবিটি আয় করেছে ৩০০ কোটির বেশি। আয় যেমন বাড়ছে, তেমনই কি প্রেম আরও গভীর হচ্ছে আহান, অনিতের?

Lading . . .