Advertisement
  • হোম
  • বিনোদন
  • শুটিং-এর মাঝে হঠাৎ উত্তপ্ত পরিস্থিতি, পাতিয়ালায় ...

শুটিং-এর মাঝে হঠাৎ উত্তপ্ত পরিস্থিতি, পাতিয়ালায় দিলজিতের ছবি ঘিরে বিতর্ক

এই সময়

প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫

দিলজিৎ দোসাঞ্জ,ছবি: Instagram/diljitdosanjh
দিলজিৎ দোসাঞ্জ,ছবি: Instagram/diljitdosanjh

গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ কোনও না কোনও কারণে বেশ কিছুদিন ধরেই থাকেন শিরোনামে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদমাধ্যম, গায়ককে ঘিরে চলতে থাকে নানা চর্চা। গত কয়েকদিন ধরে অভিনেতা পাতিয়ালায় তাঁর পরবর্তী ছবির শুটিং করছেন। শুটিং চলাকালীন হঠাৎই শুরু হয় সমস্যা। যার ফলে বিতর্ক তৈরি হয়। ঠিক কী ঘটেছিল?

দিলজিৎ দোসাঞ্জ বর্তমানে পাঞ্জাবের পাতিয়ালায় ইমতিয়াজ আলির সঙ্গে তাঁর পরবর্তী ছবির শুটিং করছেন। কিন্তু শুটিং চলাকালীন হঠাৎই গণ্ডগোল দেখা দেয়। ৯ ডিসেম্বর, কিলা চক এলাকায় দিলজিতের ছবির শুটিং চলছিল, যেখানে সমস্যা তৈরি হয়।

diljit dosanjh movies

ইমতিয়াজ আলি পরিচালিত এই ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলছিল কিলা চক এলাকায়। স্বাভাবিক ভাবেই চলছিল শুটিং। কিন্তু হঠাৎ করেই উত্তেজিত হয়ে পড়েন জনতা। শুরু হয় সমস্যা। পরিস্থিতি খারাপ হতে দেখে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

diljit dosanjh movies

প্রসঙ্গত, ছবির শুটিংয়ের জন্য প্রোডাকশন টিম কাছাকাছি দোকানগুলোর বাইরে ঊর্দুতে লেখা সাইনবোর্ড লাগিয়েছিল। ছবির সেট তৈরির সময়ে পুরো এলাকার দোকান বন্ধ রাখা হয়েছিল। দোকানদাররা যখন দোকান খুলতে যান, তখন নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দেয়।

diljit dosanjh movies

ফলে রেগে গিয়ে দোকানদাররা তর্ক-বিতর্ক শুরু করে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিড় বাড়তে থাকায় পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। স্থানীয়রা পুলিশকে খবর দিতেই ঘটনাস্থলে পৌঁছতেই আবারও গুলি চালাতে শুরু করে।

Lading . . .