দুই বোনের চরিত্রে ধারাবাহিকে শ্রুতি ও আরাত্রিকা, ‘বন্ধুত্ব’ বাড়াতেই সপরিবারে পাহাড়ে তাঁরা?
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

ছোট পর্দায় বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে ভক্তদের মন ছুঁয়েছেন তাঁরা। দর্শকের দুই পছন্দের অভিনেত্রী শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতিকে এ বার দেখা যাবে একসঙ্গে একই ধারাবাহিকে। দুই বোনের চরিত্রে অভিনয় করবেন তাঁরা। যে কোনও ভূমিকায় অভিনয়ের আগে যেমন চরিত্রগুলোর সঙ্গে একাত্ম হওয়া প্রয়োজন, তেমনই আবার অভিনেতা-অভিনেত্রীর মধ্যে স্ট্রং বন্ডিং থাকলে কাজ করতে সুবিধা হয় বৈকি। শ্রুতি ও আরাত্রিকাকেও দেখা গিয়েছে বন্ধুত্বকে মনেপ্রাণে উদ্যাপন করতে।
তবে আরাত্রিকা বা শ্রুতি এক নন, সপরিবারে গিয়েছেন পাহাড়ে বেড়াতে। দুই বোনকে কেন্দ্র করে ধারাবাহিকটি তৈরি হবে বলে খবর। একঝাঁক ছবি পোস্ট করে ক্যাপশনে শ্রুতি লিখেছেন, ‘নতুন পথচলা শুরু আমাদের। সকলে আমাদের শুভকামনা জানাবেন।’ প্রথম বার শ্রুতি ও আরাত্রিকাকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে এই ধারাবাহিকে। তাই পাহাড়ের কোলে কাটানো নানা মুহূর্ত বলছে তাঁরাও ভীষণই এক্সাইটেড।
A post shared by Aratrika (@thearatrikaofficial_)
সূত্রের খবর, এতদিন তাঁরা যে ধরনের চরিত্রে অভিনয় করেছেন, তার থেকে একেবারেই অন্যরকম ভূমিকায় দেখা যাবে এ বার দু’জনকে। ‘নিশা’ ও ‘উজি’ দুই চরিত্রে দেখা যাবে শ্রুতি ও আরাত্রিকাকে। দুই বোনের গল্পে শ্রুতির চরিত্রের নাম নিশা। যে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে। অন্য দিকে, আরাত্রিকার চরিত্রের নাম উজি। যে নিজের লক্ষে অবিচল, এবং আদর্শে বিশ্বাসী।
A post shared by 🧿Shruti Das🧿 (Samaddar) (@shrutidas_real)
শ্রুতি ও আরাত্রিকাকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকও। তবে ধারাবাহিকের পাশাপাশি দুই অভিনেত্রীই ইতিমধ্যে সিনেদুনিয়ায় পা রেখেছেন। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘আমার বস’ সিনেমায় একদিকে যেমন দর্শকের মন জয় করেছেন শ্রুতি, ঠিক তেমনই ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের পরে এ বার সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে দেখা যাবে আরাত্রিকাকে।