Advertisement

বাজিমাত! এমটিভি অ্যাওয়ার্ডসে গাগার দাপট

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

বাজিমাত! এমটিভি অ্যাওয়ার্ডসে গাগার দাপট
বাজিমাত! এমটিভি অ্যাওয়ার্ডসে গাগার দাপট

নিউ ইয়র্কের ইউবিএস এরেনা থেকে সম্প্রচারিত হলো ২০২৫ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস। এই আসরটি ছিল নতুন, পুরাতন, তরুণ ও কিংবদন্তিদের মিলনমেলা। এবারে সব আলো নিজের দিকে টেনে নিলেন লেডি গাগা। তিনি একাই চারটি বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন। আরিয়ানা গ্র্যান্ডে ও সাবরিনা কারপেন্টারও পেয়েছেন একাধিক পুরস্কার।

প্রধান পুরস্কারগুলোর মধ্যে ছিল বছরের সেরা ভিডিও। ‌‘ব্রাইটার ডেইজ অ্যাহেড’ গানের জন্য এটি জিতেছেন আরিয়ানা গ্র্যান্ডে। এছাড়াও এই গানই জিতেছে দীর্ঘরূপ গানের বিভাগে এবং সেরা পপ গানের পুরস্কারও।

সেরা শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছেন লেডি গাগা। তিনি ‘আব্রাকাডাবরা’ গানের জন্য সেরা নির্দেশনা এবং সেরা শিল্প নির্দেশনার পুরস্কারও জিতেছেন।

সংগীতজগতে গ্রীষ্মকালের সবচেয়ে জনপ্রিয় গানের পুরস্কার গেছে টেট ম্যাকরেইয়ের হাতে। তার গান ‘জাস্ট কিপ ওয়াচিং’-এর জন্য পুরস্কার পেয়েছেন তিনি। একই গান জিতেছে সেরা সম্পাদনার পুরস্কারও।

বছরের সেরা গান নির্বাচিত হয়েছে রোজে ও ব্রুনো মার্সের ‘অ্যাপার্টমেন্ট’। এই যুগল আরও একটি পুরস্কার পেয়েছেন সেরা সহযোগিতা বিভাগের জন্য ‘ডাই উইথ আ স্মাইল’ গানের মাধ্যমে। সেখানে লেডি গাগাও ছিলেন অংশীদার।

বাজিমাত! এমটিভি অ্যাওয়ার্ডসে গাগার দাপট

বাজিমাত! এমটিভি অ্যাওয়ার্ডসে গাগার দাপট

নতুন শিল্পীদের মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন অ্যালেক্স ওয়ারেন। সেরা পপ শিল্পী হিসেবে বিজয়ী হয়েছেন সাবরিনা কারপেন্টার। তার ‘শর্ট এন সুইট’ অ্যালবাম পেয়েছে সেরা অ্যালবামের পুরস্কার।

সেরা হিপ-হপ: ডোচি – ‘অ্যাংজাইটি’

সেরা রক: কোল্ডপ্লে – ‘অল মাই লাভ’

সেরা লাতিন: শাকিরা – ‘সোলতেরা’

সেরা চিত্রগ্রহণ: কেনড্রিক লামার – ‘নট লাইক আস’

সেরা নৃত্য পরিকল্পনা: ডোচি – ‘অ্যাংজাইটি’

সেরা ভিজ্যুয়াল প্রভাব: সাবরিনা কারপেন্টার – ‘ম্যানচাইল্ড’

সেরা দল: ব্ল্যাকপিংক

সেরা ক-পপ: লিসা (ডোজা ক্যাট ও রায়েকে সঙ্গে নিয়ে) – ‘বোর্ন অ্যাগেইন’

সেরা আফ্রোবিটস: টাইলা – ‘পুশ টু স্টার্ট’

সেরা কান্ট্রি ভিডিও: মেগান মোরনি – ‘অ্যাম আই ওকে?’

ভিডিও ভ্যাঙ্গার্ড সম্মাননা: মারাইয়া কেরি
রক দ্য বেলস ভিশনারি সম্মাননা: বাস্তা রাইমস
লাতিন আইকন সম্মাননা: রিকি মার্টিন

Lading . . .