ডাইনোসরদের বাজিমাত, আয় ছাড়ালো ৭৫০ মিলিয়ন ডলার
প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

ফিরে এসেছে ডাইনোসরেরা। নতুন গল্পে তারা হাজির হয়েছে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ সিনেমায়। এটি বিশ্বজুড়ে বক্স অফিসে তাণ্ডব চালিয়েই যাচ্ছে। মুক্তির পাঁচ সপ্তাহ পর ছবিটির আয় ছাড়িয়েছে ৭৬৬ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে আন্তর্জাতিক বাজার থেকেই এসেছে ৪৪৮ মিলিয়ন ডলার।
ইউনিভার্সালের এই ডাইনোসর সিরিজের নতুন অধ্যায়ে অভিনয় করেছেন স্কারলেট জোহানসন, জোনাথন বেইলি ও মাহেরশালা আলি। এটি ২০২৫ সালে মুক্তি পাওয়া হলিউডের তৃতীয় ছবি যা ৭৫০ মিলিয়নের গণ্ডি পেরিয়েছে।
এর আগে এই তালিকায় রয়েছে ডিজনির ‘লিলো অ্যান্ড স্টিচ’ (১০০০ মিলিয়ন ডলার), ওয়ার্নার ব্রাদার্সের ‘আ মাইনক্রাফট মুভি’ (৯৫৫ মিলিয়ন ডলার)। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড থেকে ছবিটি আয় করেছে ৪২ মিলিয়ন ডলার। মেক্সিকো থেকে ৩৪ মিলিয়ন ডলার এবং জার্মানি থেকে ২৮ মিলিয়ন ডলার আয় করেছে।
তবে এখনো ছবিটিকে আগের সিকুয়েল ট্রিলজির মতো এক বিলিয়নের কাছাকাছি পৌঁছাতে বেশ বেগ পেতে হবে।
আরও পড়ুন