প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হলিউড তারকা মার্ক রাফালো। ‘হাল্ক’ খ্যাত এই অভিনেতার মতে, গাজার সংকট কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং ইসরায়েলের তৈরি এক ‘মানুষের বানানো বিপর্যয়’। সঙ্গে এই বর্বরতা বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেতা।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় রাফালো বলেন, ‘এটা খরা নয়, কোনো প্রাকৃতিক দুর্যোগও নয়। এটা মানুষের তৈরি এক ভয়াবহ অপরাধ, যার শিকার হচ্ছে সাধারণ মানুষ। ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে এ কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘গাজাকে অনাহারে মরতে দেবেন না। আওয়াজ তুলুন, থামবেন না; যতক্ষণ না ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি আসে। শিশু হত্যার অবসান ঘটাতে হবে, জিম্মিদের ফিরিয়ে আনতে হবে। এ যুদ্ধে নিহতদের মধ্যে ৮০ শতাংশই সাধারণ মানুষ— যা ভীষণ ভয়াবহ।’
আরও পড়ুন
‘অ্যাভেঞ্জার্স’ সহ বহু জনপ্রিয় ছবির এই অভিনেতা সরাসরি বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা বলেন ক্ষুধার্ত মানুষদের বাঁচাতে চান, যুদ্ধ থামাতে চান— তাহলে কিছু করুন। জার্মানি কিছু করুন, ইউরোপ কিছু করুন, যুক্তরাজ্য কিছু করুন। আমরা কি শুধু বসে বসে এই হত্যাযজ্ঞ দেখব? এটা পাগলামি, এটা হৃদয়বিদারক।’
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া দখলদার ইসরায়েলের আগ্রাসানে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৬২ হাজার ৭০০-রও বেশি ফিলিস্তিনি। বিধ্বস্ত হয়ে গেছে পুরো অঞ্চল, যার জেরে সেখানে এখন ভয়াবহ দুর্ভিক্ষ চলছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
ডিএ