Advertisement

অভিনেত্রীর জিন্স বিতর্কে এবার মুখ খুললেন ট্রাম্প

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

অভিনেত্রীর জিন্স বিতর্কে এবার মুখ খুললেন ট্রাম্প
অভিনেত্রীর জিন্স বিতর্কে এবার মুখ খুললেন ট্রাম্প

সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, ‘ইউফোরিয়া’ ও ‘হোয়াইট লোটাস’ খ্যাত এমি মনোনীত অভিনেত্রী সিডনি সুইনি ২০২৪ সালের জুনে ফ্লোরিডায় ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করার সময় নিজেকে একজন রেজিস্ট্রিকৃত রিপাবলিকান (গণতন্ত্রপন্থি) হিসেবে উল্লেখ করেছেন। এরপর থেকেই ডানপন্থি মহলে তাকে ঘিরে উচ্ছ্বাস দেখা যায়।

৩ জুলাই পেনসিলভানিয়ার অ্যালেন্টাউনে এয়ারফোর্স ওয়ানে ওঠার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘সে কি রেজিস্টার্ড রিপাবলিকান? বাহ! তাহলে আমি ওর বিজ্ঞাপনটা খুবই পছন্দ করি! ভাবাই যায় না কত মানুষ রিপাবলিকান! খুব ভালো লাগল এটা শুনে। যদি সিডনি সুইনি সত্যিই রিপাবলিকান হন, তাহলে ওর বিজ্ঞাপন দুর্দান্ত!’

উল্লেখ্য, সুইনিকে নিয়ে তৈরি আমেরিকান ঈগলের ‘সিডনি সুইনির দারুণ জিন্স আছে’ এ প্রচারণা নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই বলছেন, বিজ্ঞাপনটি একজন শ্বেতাঙ্গ, চর্বিহীন নারীর শারীরিক গঠনের প্রশংসা করে জাতিগত বৈষম্যকে প্রশ্রয় দিচ্ছে।

বিজ্ঞাপনটির মূল বক্তব্য ‘গ্রেট জিন্স’ শব্দের মাধ্যমে ‘গ্রেট জিন’ অর্থাৎ চমৎকার বংশগতি বোঝাতে চেয়েছে। এমন ধারণা থেকে অনেকে এটিকে ‘নাৎসি মতাদর্শের ছায়া’ বলেও সমালোচনা করেছেন।

তবে আমেরিকান ঈগল এক বিবৃতিতে বলেছে, ‘সিডনির বিজ্ঞাপন শুধুই জিন্স সম্পর্কে। তার জিন্স, তার গল্প। আমরা সবাইকে স্বাগত জানাই নিজেদের মতো করে আত্মবিশ্বাসের সঙ্গে জিন্স পরার জন্য। ভালো জিন্স সবারই ভালো লাগে।’

এই বিতর্ক প্রসঙ্গে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে লেখেন, ‘সিডনি সুইনি, একজন রেজিস্টার্ড রিপাবলিকান। বর্তমানে সবচেয়ে দারুণ বিজ্ঞাপনটা করেছে। এটা আমেরিকান ঈগলের জন্য। আর সেই জিন্স তো যেন উড়ে উড়ে বিক্রি হচ্ছে! এগিয়ে চলো সিডনি!’

এ নিয়ে ট্রাম্প প্রশাসনের যোগাযোগ ব্যবস্থাপক স্টিভেন চিউং বলেন, ‘এটা বিকৃত ও নির্বোধ উদারপন্থী মানসিকতা। এটাই ২০২৪ সালের নির্বাচনে ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। মানুষ এসব অপছন্দ করে যা ডেমোক্রেটরা করতে চায়।’

এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বিষয়টি নিয়ে কটাক্ষ করেন। একটি পডকাস্ট অনুষ্ঠানে তিনি বলেন,
‘আমার ডেমোক্র্যাটদের জন্য পরামর্শ হলো যারা সিডনি সুইনিকে সুন্দরী মনে করে, তাদের নাৎসি বলার অভ্যাসটা যদি বন্ধ না করো তাহলে পরবর্তী নির্বাচনেও ধাক্কা খাবে।’

ভ্যান্স আরও বলেন, ‘সাধারণ এক সুন্দর আমেরিকান মেয়ের সাধারণ জিন্সের বিজ্ঞাপন দেখে উদারপন্থীরা পুরোপুরি অস্থির হয়ে পড়েছে। এ থেকেই বোঝা যায়, ২০২৪ সালের পরেও তারা কিছুই শেখেনি।’

এদিকে টেলিভিশন উপস্থাপক স্টিফেন কলবার্টও এই বিতর্ককে ‘অতিরিক্ত প্রতিক্রিয়া’ বলে মন্তব্য করেছেন।

তবে সিডনি সুইনি নিজে এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তিনি বর্তমানে জনপ্রিয় সিরিজ ‘ইউফোরিয়া’র তৃতীয় মৌসুম এবং তার নতুন স্বাধীন চলচ্চিত্র ‘আমেরিকানা’র প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

Lading . . .