Advertisement

অভিনেত্রীর ‘জিন্স’ বিতর্কে মুখ খুললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

অভিনেত্রীর ‘জিন্স’ বিতর্কে মুখ খুললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
অভিনেত্রীর ‘জিন্স’ বিতর্কে মুখ খুললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

হলিউড তারকা সিডনি সুইনি সম্প্রতি একটি জিন্সের বিজ্ঞাপন করেছেন। তা নিয়েই যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে নতুন করে সংস্কৃতি যুদ্ধ। বিষয়টি ঘিরে এবার মুখ খুলেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি ব্যঙ্গ করে বলেছেন, ‘ডেমোক্র্যাটদের মতে, কেউ যদি সিডনিকে সুন্দর মনে করে তবে সে নাৎসি!’

শুক্রবার এক রক্ষণশীল পডকাস্টে ভ্যান্স বলেন, ‘একজন সাধারণ আমেরিকান সুন্দরী মেয়ে একটি সাধারণ জিন্সের বিজ্ঞাপন করল। আর তাতেই ডেমোক্র্যাটরা পাগলপ্রায়। তারা এখন সিডনিকে সুন্দর বললেই মানুষকে নাৎসি বলে দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘২০২৪ সালের নির্বাচনের পরও ওরা কিছুই শেখেনি। তরুণদের মন জয়ের জন্য যদি এটা হয় ডেমোক্র্যাটদের কৌশল, তবে সেটা ভয়ংকর।’

সিডনির বিজ্ঞাপনটিতে শব্দ নিয়ে খেলা করা হয়েছে। এক জায়গায় তিনি বলেন, ‘জিন পিতামাতার কাছ থেকে আসে।’ এরপর ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, ‘আমার জিন্স নীল।’ আরেকটি বিজ্ঞাপনে দেখা যায় বিলবোর্ডে লেখা, ‘সিডনি সুইনির দারুণ জিন আছে।’ পরে সেই ‘জিন’ কেটে ‘জিন্স’ লেখা হয়।

এই শব্দের খেলায় অনেকেই জাতিগত ইঙ্গিত খুঁজে পেয়েছেন। কেউ কেউ বলছেন, এতে সিডনির শ্বেতাঙ্গ সৌন্দর্য উচ্চতর বা শ্রেষ্ঠত্ব হিসেবে দেখানো হয়েছে।

তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই বিতর্ক নিয়ে কোনো শীর্ষ ডেমোক্র্যাট নেতা প্রকাশ্যে কিছু বলেননি।

হোয়াইট হাউজ মুখপাত্র স্টিভ চিয়াং এই বিতর্ককে বলেন ‘সংস্কৃতি বাতিলের উদাহরণ’। তিনি বলেন, ‘এই বিকৃত, বিভ্রান্তিমূলক ভাবনার কারণেই আমেরিকানরা ২০২৪-এ যেভাবে ভোট দিয়েছে, তা স্পষ্ট।’

সব মিলিয়ে একটি হাল্ক জিন্সের বিজ্ঞাপন ঘিরেই এখন রাজনৈতিক তোপের মুখে পড়েছেন সিডনি সুইনি।

Lading . . .