Advertisement

৭৩ বছর বয়সী লিয়ামের প্রেমে মজেছেন ৫৮ বছরের পামেলা

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

৭৩ বছর বয়সী লিয়ামের প্রেমে মজেছেন ৫৮ বছরের পামেলা
৭৩ বছর বয়সী লিয়ামের প্রেমে মজেছেন ৫৮ বছরের পামেলা

দুই ভিন্নধারার তারকা লিয়াম নিসন ও পামেলা অ্যান্ডারসন। কিন্তু তাদের পথ এক হয়েছে এক সিনেমার সেটে। ‘দ্য নেকেড গান’ রিবুটের শুটিং থেকেই গড়ে ওঠে ঘনিষ্ঠতা। তা এখন রূপ নিয়েছে বাস্তব জীবনের রোমান্সে।

পিপল ম্যাগাজিনের বরাতে জানা গেছে, ৭৩ বছর বয়সী লিয়াম নিসন ও ৫৮ বছর বয়সী পামেলা অ্যান্ডারসন এখন সত্যিকারের সম্পর্কে জড়িয়েছেন। তাদের প্রেম প্রাথমিক পর্যায়ে হলেও আন্তরিক ও গভীর। বলা চলে জমে ক্ষীর দুই তারকার রোমান্স।

২০২৪ সালে ‘দ্য নেকেড গান’ ছবির শুটিং চলাকালীনই এই দুই তারকার প্রথম দেখা হয়। তখন থেকেই তাদের মধ্যে রসায়ন স্পষ্ট। ছবিটিতে লিয়াম নিসন অভিনয় করছেন এক বুদ্ধিদীপ্ত, রুক্ষ মেজাজের অভিজ্ঞ গোয়েন্দা চরিত্রে। আর পামেলা হচ্ছেন তার স্মার্ট ও দক্ষ পার্টনার। পর্দায় তাদের রসায়ন এতটাই জমে গেছে যে তা বাস্তবেও গড়িয়েছে। লিয়াম নিসন এক সাক্ষাৎকারে বলেন, ‘পামেলার প্রেমে হাবুডুবু খাচ্ছি, এটাই সত্যি।’

২০২৫ সালের জুলাইয়ে লন্ডন প্রিমিয়ারে পামেলা নিসনের গালে চুমু খেলে সবার নজর পড়ে যায়। নিসন তখন হেসে বলেন, ‘এই মুহূর্তে নিজেকে সত্যিকারের একটা দম্পতি মনে হচ্ছে!’এর পরদিন দ্য টুডে শো-তে তারা সরাসরি চুমু খেয়ে সবাইকে চমকে দেন। সঞ্চালক সে নিয়ে প্রশ্ন করলে নিসন বলেন, ‘আমাদের রসায়ন একেবারে সুন্দর ও নতুন করে গড়ে উঠছে।’

সূত্র জানায়, দুজনেই এখন একে অপরের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। ২৮ জুলাই নিউইয়র্ক প্রিমিয়ারে পামেলা ও নিসন একসঙ্গে উপস্থিত হন এবং তাদের সন্তানদের সঙ্গে ছবি তুলতে দেখা যায়। সেখানে একটি পরিবারিক পরিবেশ তৈরি হয়।

পামেলার প্রেমের ইতিহাস আগেই বহুবার শিরোনামে এসেছে। ১৯৯৫ সালে কেবল চার দিনের পরিচয়ের পর তিনি বিয়ে করেছিলেন টমি লিকে। তাদের দুটি সন্তান রয়েছে ব্র্যান্ডন ও ডিলান নামে। ১৯৯৮ সালে গার্হস্থ্য সহিংসতার ঘটনায় তাদের বিচ্ছেদ ঘটে। এরপর তিনি ২০০৬ সালে বিয়ে করেন গায়ক কিড রককে। কয়েক মাসের মধ্যেই সে বিয়ে ভেঙে যায়। এরপর রিক সালোমনের সঙ্গে দুই দফায় বিয়ে হয় তার। দুটি বিয়েই বিচ্ছেদে পরিণত হয়েছে।

২০২০ সালে প্রযোজক জন পিটার্সের সঙ্গে বিয়ের ঘোষণা দেন। পরে জানান সেটি আইনিভাবে বৈধ ছিল না। একই বছরে বিয়ে করেন ড্যান হেহারস্টকে। তার সঙ্গে বিচ্ছেদ ঘটে ২০২২ সালের শুরুতে।

এছাড়া তিনি ২০১৭-২০১৯ পর্যন্ত ডেট করেছেন ফরাসি ফুটবলার আদিল রামির সঙ্গে। তাকে পরে প্রতারণার অভিযোগে ছেড়ে দেন পামেলা।

Lading . . .