প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

‘এক্স-মেন’ সিরিজ নিয়ে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) আসছে বড় পরিবর্তন। অনেক জল্পনার অবসান ঘটিয়ে নিশ্চিত হয়েছে নতুন ‘এক্স-মেন’ পরিচালনা করবেন ‘থান্ডারবোল্টস’ খ্যাত নির্মাতা জেক শ্রেয়ার। মার্ভেল স্টুডিওর প্রেসিডেন্ট কেভিন ফাইগি সম্প্রতি ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’ সিনেমার প্রচার অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেছেন।
এরপর ‘দ্য প্লেলিস্ট’ নামক একটি সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে জেক শ্রেয়ার জানান, নতুন ‘এক্স-মেন’ আগের হিউ জ্যাকম্যানদের নিয়ে নির্মিত সিরিজের মতো হবে না। বরং এটি হবে চেনা গণ্ডির বাইরে এক সম্পূর্ণ নতুন ব্যাখ্যা ও দৃষ্টিভঙ্গিতে নির্মিত।
শ্রেয়ার বলেন, ‘হ্যাঁ, এটা বলা উচিত যে নতুন সিনেমাটি আগেরগুলোর চেয়ে আলাদা হবে। তবে এতে থাকবে কমিকস উৎসের মূল ভাবনার বিশালতা ও গভীরতা। এত সমৃদ্ধ একটি জগৎকে নতুন আঙ্গিকে উপস্থাপন করার সুযোগ খুবই বিরল এবং তা অত্যন্ত উত্তেজনাপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘‘এক্স-মেন’ নামের মধ্যেই যে জটিলতা ও আত্মসংঘাতের গল্প রয়েছে, সেটা দারুণভাবে উপস্থাপনযোগ্য। এই চরিত্রগুলোর নিজস্ব পরিচয় ও পৃথিবীতে তাদের জায়গা খুঁজে পাওয়ার সংগ্রাম। এই বিষয়গুলো খুবই আবেগপূর্ণ ও গভীর।’
এদিকে কেভিন ফাইগি আগেই জানিয়েছেন, নতুন এক্স-মেন হবে তরুণভিত্তিক। এর প্রভাব দেখা যাবে চরিত্র নির্বাচন ও পুরো সিনেমার ভঙ্গিমায়। নতুন প্রজন্মের দর্শকের অনুভূতি ও দৃষ্টিভঙ্গিকে কেন্দ্র করেই নির্মিত হবে সিনেমাটি।
তবে নতুন এক্স-মেন চরিত্রগুলো এমসিইউতে ঠিক কীভাবে যুক্ত হবে তা এখনো প্রকাশ করা হয়নি। গেল গ্রীষ্মে মুক্তি পাওয়া ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ ছবিতে হিউ জ্যাকম্যান আবারও তার জনপ্রিয় উলভারিন চরিত্রে অভিনয় করেছিলেন।
আগামী বছরের ‘অ্যাভেঞ্জারস: ডুমসডে’ চলচ্চিত্রে প্যাট্রিক স্টুয়ার্ট (চার্লস এক্সাভিয়ার), ইয়ান ম্যাকলেন (ম্যাগনেটো), জেমস মার্সডেন (সাইক্লপস), কেলসি গ্রামার (বিস্ট), অ্যালান কামিং (নাইটক্রলার) এবং রেবেকা রোমেইন (মিস্টিক)—এই জনপ্রিয় চরিত্রগুলোর পুরোনো অভিনয়শিল্পীদের আবারও পর্দায় দেখা যাবে।
নতুন ‘এক্স-মেন’ নিয়ে ভক্তদের কৌতূহল ও উত্তেজনা ইতিমধ্যে তুঙ্গে। পুরোনো পরিচিত মুখগুলোকে বিদায় জানিয়ে মার্ভেল এবার তরুণদের নিয়ে গড়ে তুলতে চায় এক ভিন্নধর্মী ‘এক্স-মেন’ জগৎ। জেক শ্রেয়ারের নেতৃত্বে শুরু হচ্ছে সেই নতুন যাত্রা।
আরও পড়ুন