ক্যানসারের সঙ্গে লড়াই করে অকালে চলে গেলেন অভিনেত্রী
প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘দ্য ওয়াকিং ডেড’-এ অ্যাডি চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন অভিনেত্রী কেলি ম্যাক। মাত্র ৩৩ বছর বয়সেই নিভে গেল তার জীবন প্রদীপ। প্রাণঘাতি ক্যানসারের সঙ্গে লড়াই করে হেরে গেলেন তিনি। মস্তিষ্কের ক্যানসারে (গ্লিওমা) দীর্ঘদিন ধরে লড়াই করার পর গত ২ আগস্ট মৃত্যুবরণ করেন কেলি ম্যাক।
তার মৃত্যুর খবরটি ৫ আগস্ট (মঙ্গলবার) তার পরিবার একটি বিবৃতি এবং ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে।
কেলি ম্যাকের জন্মনাম ছিল কেলি ক্লেবেনো। তিনি ওহায়োর সিনসিনাটি শহরের বাসিন্দা ছিলেন। মৃত্যুর সময় পরিবার তার পাশে ছিল।
ইনস্টাগ্রামে প্রকাশিত বার্তায় লেখা হয়, ‘অবর্ণনীয় শোকের মধ্য দিয়ে আমরা আমাদের প্রিয় কেলির মৃত্যুর খবর জানাচ্ছি। একটি দীপ্তিমান ও দৃঢ় আলোকশিখা এবার অনন্তের পথে পাড়ি দিলেন। সেখানে আমাদের সবাইকেই একদিন যেতে হবে।’
এই পোস্টে কেলির একটি একক ছবি শেয়ার করা হয় এবং বলা হয়, ‘তিনি শান্তভাবে মৃত্যু বরণ করেছেন।’
কেলি ম্যাক সর্বাধিক পরিচিত এমএমসি সিরিজ ‘দ্য ওয়াকিং ডেড’-এর নবম মৌসুমে অ্যাডি চরিত্রে অভিনয়ের জন্য। এছাড়া তিনি ‘শিকাগো মেড’-এর অষ্টম মৌসুমে পেনেলোপ জ্যাকবস এবং ফক্স সিরিজ ‘৯-১-১’ -এ অতিথি চরিত্রে অভিনয় করেছেন।
সিনেমায় কেলি ম্যাক অভিনয় করেছেন ‘ব্রডকাস্ট সিগন্যাল ইন্ট্রুশন’-এ অ্যালিস চরিত্রে এবং সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ডেলিকেট আর্চ’ সিনেমায় উইলডা চরিত্রে। তিনি বিজ্ঞাপনেও কাজ করেছেন।
শুধু অভিনয় নয়, কেলি ম্যাক ছিলেন একজন প্রযোজক এবং ভয়েস ওভার শিল্পী।
তিনি ২০১০ সালে হিন্সডেল সেন্ট্রাল হাইস্কুল থেকে পাস করেন এবং ২০১৪ সালে চ্যাপম্যান ইউনিভার্সিটির ডজ কলেজ অব ফিল্ম থেকে সিনেমাটোগ্রাফি বিষয়ে ডিগ্রি অর্জন করেন।
তিনি রেখে গেছেন তার মা-বাবা ক্রিস্টেন ও লিন্ডসে ক্লেবেনো, ছোট বোন ক্যাথরিন এবং ভাই অভিনেতা পার্কার, দাদা-দাদি লোইস ও ল্যারিকে। কেলির অকাল মৃত্যু পরিবারটিতে শোকের ছায়া নামিয়েছে।
আরও পড়ুন