Advertisement
  • হোম
  • চাকরি
  • পিএসসির ৯ম গ্রেডে এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, ১৬২২...

পিএসসির ৯ম গ্রেডে এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, ১৬২২ প্রার্থী উত্তীর্ণ

প্রথম আলো

প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৫

স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড) পদের প্রার্থীদের বাছাই পরীক্ষার (এমসিকিউ) ফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী ১ হাজার ৬২২ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।

১. সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের বাংলা-৪০, ইংরেজি-৪০, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)-৪০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল (সিভিল ইঞ্জিনিয়ারিং)-৮০ নম্বরসহ মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

২. কোনো প্রার্থীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তের কোনো উল্লেখযোগ্য ঘাটতি পাওয়া গেলে লিখিত ও মৌখিক পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

৩. প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

৪. লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সময়সূচি ও পরীক্ষাসংক্রান্ত তথ্যাবলি পরে জাতীয় দৈনিক পত্রিকা এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রকাশ করা হবে।

* উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ও

Lading . . .