Advertisement
  • হোম
  • চাকরি
  • প্রধান মানবসম্পদ কর্মকতা নিয়োগ দিচ্ছে শিক্ষা

প্রধান মানবসম্পদ কর্মকতা নিয়োগ দিচ্ছে শিক্ষা

কালবেলা

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশের দ্রুত বর্ধনশীল এড-টেক প্ল্যাটফর্ম শিক্ষায় জরুরি ভিত্তিতে একজন প্রধান মানবসম্পদ কর্মকতা নিয়োগ দেওয়া হবে। এজন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে শিক্ষা আইটি লিমিটেড। আবেদনের শেষ সময় আগামী ১০ আগস্ট।

পদের নাম: প্রধান মানবসম্পদ কর্মকর্তা

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: ফুল-টাইম, রিমোট

দায়িত্বসমূহ

. ব্যবসার লক্ষ্য পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মানবসম্পদ কৌশল প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করা।

. চাকরির বিজ্ঞাপন থেকে শুরু করে কর্মী নিয়োগ ও প্রশিক্ষণের পুরো প্রক্রিয়া পরিচালনা করা।

. দেশের শ্রম আইন মেনে বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা ব্যবস্থাপনা।

. কর্মীদের অভিযোগ শোনা এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটি ইতিবাচক সম্পর্ক ও সংস্কৃতি তৈরি করা।

. মানবসম্পদসংক্রান্ত নীতি ও প্রক্রিয়াগুলোকে দেশের আইনি কাঠামো মেনে তৈরী ও পরিচালনা করা।

. কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মজীবনের বিকাশে সহায়তা করতে প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনা ও তা বাস্তবায়ন করা।

. মানবসম্পদসংক্রান্ত তথ্যাদি ও কার্যক্রমকে সুশৃঙ্খল রাখতে ডিজিটাল সফটওয়্যারের ব্যবহার।

অভিজ্ঞতা ও অন্যান্য

. যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আবেদন করতে পারবে। তবে মানবসম্পদ ব্যবস্থাপনায় পেশাগত সার্টিফিকেশন থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

.মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পর্কিত কাজে ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

.দ্রুত পরিবর্তনশীল স্টার্টআপ পরিবেশে স্বাধীনভাবে কাজ করার দক্ষতা থাকতে হবে।

.উন্নত সাংগঠনিক ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

.বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর।

আবেদনের শেষ তারিখ ও প্রক্রিয়া

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১০ আগস্ট, ২০২৫ তারিখের মধ্যে তাদের জীবনবৃত্তান্ত ও একটি কভার লেটার career@shikkha.dev এই ইমেইল ঠিকানায় পাঠাতে পারবে। ইমেইলের বিষয় হিসেবে ‘Application for Chief Human Resources Officer (CHRO)’ লিখে দিতে হবে।

Lading . . .