Advertisement

টাঙ্গাইলে মোটরসাইকেল-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ৩

যুগান্তর

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল ও পিকআপভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জামালপুর সদর উপজেলার চরপলশিয়া গ্রামের জিন্নাত আলীর ছেলে মো. আলামিন (৩০), মো. আমিনুলের ছেলে স্বপন মিয়া (৩৫) ও হাসিল মানিকাবাড়ি গ্রামের নূর ইসলামের ছেলে মো. জুয়েল (৩২)।

ধনবাড়ী থানার ওসি এসএম শহীদুল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের বিলাসপুর বটতলায় মোটরসাইকেল ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুইজন এবং পিকআপভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

Lading . . .