Advertisement

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কয়রায় মানববন্ধন

কালবেলা

প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

মানববন্ধনে কয়রা উপজেলায় কর্মরত সাংবাদিকরা। ছবি : কালবেলা
মানববন্ধনে কয়রা উপজেলায় কর্মরত সাংবাদিকরা। ছবি : কালবেলা

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) বেলা ১১টায় খুলনার কয়রা উপজেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।

কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলীর পরিচালনায় মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, মাস্টার আ. রউফ, মো. গোলাম রব্বানী, শেখ জাহাঙ্গীর কবির টুলু, মো. ফরহাদ হোসেন, আবু ওবায়দা, মল্লিক আ. রউফ, মো. জাহিদুর ইসলাম, ফারুক আজম।

মাবনবন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা জনগণের কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেন। অথচ তারাই বারবার হত্যার শিকার হচ্ছেন। এটি গণতন্ত্রের জন্য ভয়ানক হুমকি। সাংবাদিক তুহিনসহ সব নির্যাতীত সাংবাদিকদের হত্যার প্রতিবাদ জানাই।

মানববন্ধনে কয়রা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Lading . . .