Advertisement

ড্যাবের প্যানেল পরিচিতি সভায় আওয়ামীপন্থি চিকিৎসকদের ছড়াছড়ি

কালবেলা

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

খুলনায় ড্যাবের প্যানেল পরিচিতি সভায় অতিথিরা। ছবি : কালবেলা
খুলনায় ড্যাবের প্যানেল পরিচিতি সভায় অতিথিরা। ছবি : কালবেলা

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় নির্বাচন উপলক্ষে খুলনায় আয়োজিত প্যানেল পরিচিতি সভায় আওয়ামীপন্থি চিকিৎসকদের ছড়াছড়ি। অল্প সংখ্যক চিকিৎসকদের মধ্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন সদস্য পাওয়া গেছে অন্তত ৫ জন। একে রাজনৈতিক দেউলিয়াত্ব বলে অভিহিত করেছে ড্যাবের অন্য গ্রুপের সদস্যরা।

সূত্রে জানা যায়, আগামী ৯ আগস্ট বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় নির্বাচন। এ উপলেক্ষ রোববার (৩ আগস্ট) বিকেল ৩টায় খুলনার বিএমএ ভবন মিলনায়তনে প্যানেল পরিচিতি সভার আয়োজন করা হয়।

ডা. হারুন-ডা. শাকিল পরিষদের ব্যানারে আয়োজিত প্যানেল পরিচিতি সভায় চিকিৎসকদের একটি অংশ ছিল আওয়ামীপন্থি চিকিৎসকদের দখলে। সেখানে উপস্থিত চিকিৎসকদের ছবি পর্যালোচনা করে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আজীবন সদস্য পাওয়া যায় অন্তত ৫ জন। তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল শাখা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মো. সালেহ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ৭ জন স্বাচিপ সদস্য বলে উল্লেখ করেন।

স্বাচিপের লাইফ মেম্বারদের মধ্যে রয়েছেন ডা. মোয়াজ্জেম হোসেন, ডা. এসএম মনোয়ারুল ইসলাম, ডা. জহিরুল হক, ডা. সাইফুল্লাহ ও ডা. ইফতি ইবনে রাজ্জাক। একাধিক চিকিৎসকের ছবি দেখিয়ে এবং তালিকা দেখে তাদের স্বাচিপের জীবন সদস্য পদ নিশ্চিত করেছে কালবেলা।

উল্লেখ্য, খুলনা ড্যাবের সভাপতি রফিকুল হক বাবলু এবং সংগঠনের মহানগর কমিটির সভাপতি ডা. মোস্তফা কামালের নেতৃত্বে এই প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

স্বাচিপের আজীবন সদস্য ডা. সাইফুল্লাহ ড্যাবের অনুষ্ঠানে যাওয়া প্রসঙ্গে বলেন, আমার নাম স্বাচিপের আজীবন সদস্য লিস্টে আছে এমন কিছু আমি জানি না।

খুলনা ড্যাবের সভাপতি ডা. রফিকুল হক বাবলু কালবেলাকে বলেন, আমি আপনার মুখে প্রথম শুনলাম। সেখানে আমরা আমাদের ড্যাবের মেম্বারদের ডাকছিলাম। কেউ স্বাচিপের মেম্বার এলো কি না আমি জানি না। বিষয়টি তদন্ত করে দেখব।

Lading . . .