Advertisement

আরডিজেএর দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত

যুগান্তর

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ছবি: যুগান্তর
ছবি: যুগান্তর

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার (আরডিজেএ) নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর তোপখানা রোডে সংগঠনের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় বিদায়ী সভাপতি মর্তুজা হায়দার লিটন নবনির্বাচিত কমিটির দায়িত্ব নিয়ে ভবিষ্যতে আসা চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তাদের প্রস্তুত থাকার আহ্বান জানান এবং সবাইকে অভিনন্দন জানান।

তিনি বলেন, নবনির্বাচিত কমিটির কাঁধে অনেক দায়িত্ব রয়েছে। নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে সচেতন ও পরিকল্পিতভাবে এগিয়ে যেতে হবে।

নবনির্বাচিত সভাপতি বাতেন বিপ্লব তার বক্তব্যে বলেন, আরডিজেএ শুধুমাত্র পেশাদার গণমাধ্যম কর্মীদের স্বার্থ সংরক্ষণ করবে না, বরং রংপুর বিভাগের মানুষের উন্নয়নেও কাজ করবে।

তিনি বলেন, সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে আমরা ভবিষ্যতে আবাসন, উন্নয়ন সেমিনার, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সদস্যদের জীবন বীমা এবং মৃত সদস্যদের সন্তানদের বৃত্তি প্রদানের মতো নানামুখী উদ্যোগ গ্রহণ করব।

মর্তুজা হায়দার লিটনের সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিনিয়র সদস্য মকছুদার রহমান মাকসুদ, তোফাজ্জল হোসেন, মতলু মল্লিক, মিজান চৌধুরী, মশিউর রহমান, একেএম শামছুজ্জোহাস, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি হাবিবুর রহমান, রাশেদ উল হক সরকার, যুগ্ম সম্পাদক মাসউদ বিন আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক কাদের বাবু, দপ্তর সম্পাদক জাহিদ কাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম খান, নির্বাহী সদস্য আরিফ চৌধুরী পলাশ, আবুল কাশেম আজাদসহ অনেকে।

আরও পড়ুন

Lading . . .