দুই শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ, অধ্যক্ষ অবরুদ্ধ
প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫
-68948e2302ade.jpg)
ফরিদপুরের নগরকান্দায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসি’তে নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানি, ঘুস ও অর্থ আত্মসাতের অভিযোগে দুই শিক্ষকের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারা প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। এ সময় অধ্যক্ষ অলোক কুমার সাহার কক্ষে তালা মেরে তাকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল থেকে প্রতিষ্ঠানটির দুই শিক্ষক নিশিত কুমার ও প্রদীপ কুমারের বহিষ্কারের দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এ সময় শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবিতে স্লোগান দেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক নিশিত ও প্রদীপ দীর্ঘদিন নারী শিক্ষার্থীদের প্রতি অশালীন আচরণ করে আসছেন। তারা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন সুবিধা দিতে ঘুস দাবি করেন।
খবর পেয়ে নগরকান্দা ইউএনও দবির উদ্দিন ও থানার ওসি আমিনুর রহমান ক্যাম্পাসে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।
টিটিসির অধ্যক্ষ অলোক কুমার সাহা বলেন, শিক্ষার্থীরা যে অভিযোগ তুলেছে, তা পুরোপুরি সত্য নয়। তবে যেহেতু অভিযোগ উঠেছে, তাই দুই শিক্ষককে আপাতত প্রতিষ্ঠান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিয়েছি। শিক্ষার্থীদের বক্তব্য শুনে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা শান্ত হয় এবং অবরোধ তুলে নেয়।