প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

সাভারের ব্যাংকটাউন এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে ৭ বছরের একটি শিশু দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সাভারের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার সকালে পৌর এলাকার ব্যাংকটাউন মহল্লায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
শিশুটির বাবা মো. মহিউদ্দিন জানান, ব্যাংকটাউন মহল্লার ১০নং সড়কের ৬ তলা ভবনের তৃতীয় তলার বারান্দায় বুধবার সকালে খেলা করছিল তার ৭ বছরের ছেলে সুলতান মাহমুদ সরদার। এ সময় ভবনের পাশে থাকা বৈদ্যুতিক লাইনের একটি ট্রান্সফরমারে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের আগুন বারান্দায় শিশু মাহমুদকে ভস্মীভূত করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আগুনে তার শরীরের ত্রিশ শতাংশ পুড়ে গেছে বলে ডাক্তার জানিয়েছেন। শিশু মাহমুদ সাভারের একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।
আরও পড়ুন