প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

খুলনায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের ঘুষিতে রেখা রানী মণ্ডল নামে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের গুনারী গ্রামে এ ঘটনা ঘটে।
দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
স্থানীয় ইউপি সদস্য মুরারী হালদার জানান, রেখা রানী মন্ডলের গরুর বাছুর মিলন গোলদারের ধান ক্ষেতে ঢুকেছিল। এ সময় রেখা তার গরুর বাছুর তাড়াতে গেলে মিলন গোলদারের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মিলন রেখাকে এলোপাতাড়ি কিল, ঘুষি, মারতে থাকে। রেখার স্বামী বিষ্ণুপদ মন্ডল ঘটনাস্থলে এসে দেখেন তার স্ত্রীর নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং মৃত অবস্থায় পড়ে আছে। বিষ্ণু প্রতিবাদ করলে মিলন গোলদার তাকেও বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত মিলন ও তার সহযোগীরা পালিয়ে যায়।
দাকোপ থানার ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিদের আটকে অভিযান শুরু করেছি।