Advertisement

ভাইকে মৃত দেখিয়ে সম্পত্তি আত্মসাৎ!

যুগান্তর

প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৫

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বড় ভাই মো. আব্দুল হেলিমকে (৬৫) মৃত দেখিয়ে বাবার রেখে যাওয়া সম্পত্তি আত্মসাতের অভিযোগ ওঠেছে ছোট ভাই মো. সহিদ মিয়ার (৬০) বিরুদ্ধে। সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় মা আমিনা খাতুন (৯০) ও মেয়ে জাহেরা খাতুনকেও (৫০)।

এ ঘটনার প্রতিবাদে রোববার (২৪ আগস্ট) কলমাকান্দা প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই পরিবারের সদস্যরা।

জানা গেছে, কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের ক্ষুদ্র সিধলী গ্রামের আব্দুল খালেক সিধলী মৌজায় ২৫ শতাংশ জমি রেখে মারা যান। তার উত্তরসূরি হিসেবে দুই ছেলে, স্ত্রী ও এক মেয়েকে রেখে যান। ২০১৪ সালে মো. সহিদ মিয়া তার ভাই আব্দুল হেলিমকে মৃত এবং নিঃসন্তান দেখিয়ে নেত্রকোনা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন করে একটি মামলা দায়ের করেন। মামলায় মা ও বোনকেও গোপন রাখা হয়। পরে আদালত থেকে সহিদ মিয়া তার পক্ষে একতরফা রায় নেন।

এ বিষয়ে আব্দুল হেলিম বলেন, আমার ছয় মেয়ে ও এক ছেলে। অথচ সহিদ মিয়া আমাকে মৃত এবং নিঃসন্তান দেখিয়ে আদালতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। এখন তিনি জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা করছেন। এতে করে পারিবারিক অশান্তির সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, সম্প্রতি সহিদ মিয়ার ছেলেরা আমাকে ও আমার পরিবারকে ভয়ভীতিসহ প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। বর্তমানে আমরা আতঙ্কের মধ্যে আছি।

অভিযুক্ত মো. সহিদ মিয়ার মুঠোফোন কল দিয়ে তাকে না পাওয়ায় এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন

Lading . . .