Advertisement

নুরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

কালবেলা

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে নিউ মার্কেট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তারা নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে আল ইমরান বলেন, জুলাই আন্দোলনের অন্যতম নায়ক নুরুল হক নুরের ওপর অতর্কিত হামলা হয়েছে। আমরা সাতক্ষীরাবাসী দলমত নির্বিশেষে এ ঘটনার তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে যদি জুলাই অভ্যুত্থানের কোনো নায়ক বা সহযোদ্ধার ওপর কুনজর দেওয়া হয়, আমরা কঠোর প্রতিশোধ নেব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বখতিয়ার হোসেন বলেন, দেশকে স্থিতিশীল করতে হলে নতুন সংবিধান দরকার। ৭২ সালের সংবিধান যতদিন থাকবে, ততদিন অপকর্ম চলতেই থাকবে। গণপরিষদ নির্বাচন ও সংবিধান সংস্কারের দাবিতে আমরা রাজপথে থাকব।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরার সভাপতি সারাফাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন, আপ বাংলাদেশ, সাতক্ষীরার আহ্বায়ক আক্তারুল ইসলাম, যুব অধিকার পরিষদ সাতক্ষীরা জেলার সভাপতি তবিবুর রহমান সাধারণ সম্পাদক আজিবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন, সংগঠক মুসানুর রহমান।

Lading . . .