Advertisement

আন নাহল অ্যাকাডেমির ক্ষুদে বিজ্ঞানীদের সায়েন্স, আর্টস ও ক্যালিগ্রাফি প্রদর্শনী

কালবেলা

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

শিক্ষার্থীরা বাড়িতে প্রস্তুতকৃত বিভিন্ন প্রজেক্ট, চিত্রকর্ম ও ক্যালিগ্রাফি শিল্পকর্ম নিয়ে অংশগ্রহণ করে। ছবি : কালবেলা
শিক্ষার্থীরা বাড়িতে প্রস্তুতকৃত বিভিন্ন প্রজেক্ট, চিত্রকর্ম ও ক্যালিগ্রাফি শিল্পকর্ম নিয়ে অংশগ্রহণ করে। ছবি : কালবেলা

খুলনার আন নাহল অ্যাকাডেমিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সায়েন্স, আর্টস ও ক্যালিগ্রাফি প্রদর্শনী। এতে শিক্ষার্থীরা বাড়িতে প্রস্তুতকৃত বিভিন্ন প্রজেক্ট, চিত্রকর্ম ও ক্যালিগ্রাফি শিল্পকর্ম নিয়ে অংশগ্রহণ করে।

শনিবার (৯ আগস্ট) নগরীর সোনাডাঙ্গায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্যাম্পাসে বিজ্ঞান প্রজেক্ট, চিত্রকর্ম এবং ইসলামিক ক্যালিগ্রাফি শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করে কর্তৃপক্ষ।

সায়েন্স, আর্টস ও ক্যালিগ্রাফি প্রদর্শনী ঘিরে অ্যাকাডেমির দেয়াল ও বিভিন্ন কর্নারে শোভা পায় রঙিন আর্টওয়ার্ক ও মনোমুগ্ধকর শিল্পকর্ম, যা পুরো অনুষ্ঠানজুড়ে সৃষ্টি করে এক অনুপ্রেরণাময় ও নান্দনিক পরিবেশ।

অ্যাকাডেমির পরিচালক প্রকৌশলী মুজাহিদ রহমান অপু বলেন, আমাদের অ্যাকাডেমি এমন একটি প্রজন্ম গড়ে তুলতে কাজ করছে, যারা দ্বীনের জ্ঞান ও দুনিয়ার জ্ঞান উভয় ক্ষেত্রেই পারদর্শী হবে। আজকের প্রদর্শনী প্রমাণ করছে, আমাদের শিক্ষার্থীরা একদিন আলেম, বিজ্ঞানী, শিল্পী ও ইতিবাচক পরিবর্তনের নেতা হয়ে উঠবে।

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক সাকিব আবরার বলেন, আমাদের শিক্ষার্থীরা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তারা তাদের প্রতিভা, সৃজনশীলতা ও গবেষণার মনোভাব দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে। এ প্রদর্শনী তাদের আত্মবিশ্বাস, দলগত কাজের মানসিকতা এবং দ্বীনি ও দুনিয়াবি জ্ঞানের সমন্বয়কে আরও শক্তিশালী করেছে।

Lading . . .