Advertisement

বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

যুগান্তর

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

ছবি: যুগান্তর
ছবি: যুগান্তর

নড়াইলের লোহাগড়া উপজেলার ব্রাহ্মণডাঙ্গা বাজারে চা দোকানি ও বিএনপি কর্মী আব্দুর রহিমকে (৩৫) কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রহিমকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, মালয়েশিয়া প্রবাসী হুমায়ুন শেখের সমর্থকদের ডাকে গণসমাবেশে না যাওয়ায় এ হামলা চালানো হয়। হামলাকারীরা রহিমের দুই পা ও কোমরে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। তার শরীরে অন্তত ২০টি সেলাই পড়েছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তরা পলাতক থাকায় এবং হুমায়ুন শেখ বিদেশে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।

Lading . . .