Advertisement

গণতন্ত্র ফিরিয়ে আনতে ইসির রোডম্যাপ: নার্গিস বেগম

যুগান্তর

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

ছবি: যুগান্তর
ছবি: যুগান্তর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপকে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের পথনির্দেশ’ হিসেবে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, এই রোডম্যাপ বাস্তবায়নই এখন জনগণের প্রত্যাশা এবং আমাদের রাজনৈতিক সংগ্রামের পরবর্তী ধাপ। ষড়যন্ত্র ও চক্রান্ত রুখে দিয়ে এই রোডম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে যশোর শহরের শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যশোর নগর মহিলাদলের ৭ নাম্বার ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশ সভাপতিত্ব করেন জেসমিন আক্তার।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, বিএনপি নির্বাচনের মাধ্যমেই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করতে চায়। সে লক্ষ্যেই দলটি দীর্ঘ ১৬ বছর ধরে বিরামহীন আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আন্দোলনে নারীদের সাহস ও শক্তি অনস্বীকার্য। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে মহিলাদের অবদান বিএনপি সব সময় কৃতজ্ঞচিত্তে স্বীকার করে এসেছে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য, আগামীতে জনগণ যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে- সেটি নিশ্চিত করা। বিএনপির ভিত অনেক মজবুত, কারণ আমরা জনগণের ভাষা বুঝে রাজনীতি করি। সীমাহীন নির্যাতন সত্ত্বেও আমাদের একজন কর্মীও আন্দোলনের ময়দান ছাড়েনি। বিএনপি সব সময় জনগণের পাশে থেকেছে এবং থাকবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুকচাঁদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন।

Lading . . .